E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্দোষ প্রমান করতে আসামীর ভাইয়ের ঘর পোড়ানোর নাটক

সাবেক বিজিবি সদস্যের বিরুদ্ধে ডিবি পুলিশের মামলা দায়ের

২০২৩ ফেব্রুয়ারি ১৮ ১৫:২১:৫৮
সাবেক বিজিবি সদস্যের বিরুদ্ধে ডিবি পুলিশের মামলা দায়ের

আসাদ সবুজ, বরগুনা : বরগুনায় ছোট ভাইয়ের অপরাধ ধামাচাপা দিতে ফেইসবুক লাইভে গিয়ে বড় ভাই কর্তৃক বসত ঘরে আগুন দেওয়া, সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশের মানহানি করায় বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর পুলিশ পরিদর্শক (এস আই) জাহিদ হোসেন মিয়া।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) রাত ৮টা ৪৫ মিনিটের সময় মামলাটি দায়ের করা হয়। মামলার একমাত্র আসামী হলেন সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকার জনৈক আলম শিকদারের ছেলে সাবেক বিজিবি সদস্য ফেরদৌস হোসেন বাবু।

মামলার দরখাস্তে ডিবি'র এস আই জাহিদ হোসেন মিয়া উল্লেখ করেন, গত ১১ ফেব্রুয়ারী জেলা গোয়েন্দা শাখার ১২৪ নং ডায়েরি মূলে গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টা ৪৫ মিনিটের সময় এস আই জাহিদ হোসেন মিয়ার নেতৃত্বে আরো ০৬জন ডিবি সদস্য একত্রিত হয়ে সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকা থেকে সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্য কাওসার শিকদারকে ০২(দুই) কেজি গাজা সহ গ্রেফতার করে। ভাইকে গ্রেফতারের খবর জানতে পেরে ঘটনাস্থলে আসে গ্রেফতার হওয়া ওই পুলিশ সদস্য কাওসার শিকদারের বড় ভাই ফেরদৌস হোসেন বাবু। এসময় ভাইকে ছাড়িয়ে নিতে পুলিশের সাথে অযথা তর্কের সৃষ্টি করে আসামী গ্রেফতারে সরকারি কাজে বাঁধা দিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি করে না পেরে এক পর্যায়ে অপরাধ জনক বল প্রয়োগ করে পালিয়ে যায় বাবু। পরে ঐদিন দুপুর ২.৪৫ মিনিটের সময় পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে সীমান্ত বাবু নামের একটি ফেইসবুক আইডিতে লাইভে গিয়ে বরগুনা ডিবি পুলিশের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক অভিযোগ এনে পুলিশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে এবং নিজের ঘরের সামনের বারান্দার টিনের চালের উপর কিছু পুরনো শুকনো পাতা ও খড়কুটা দিয়ে আগুন ধরিয়ে অতিরঞ্জিত ভাবে জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য বাহানা করে বিষয়টি উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরবর্তীতে লাইভ শেষে উক্ত আগুন নিভিয়ে ফেলে।

মামলার দরখাস্তে এস আই জাহিদ হোসেন মিয়া আরো উল্লেখ করেন যে, নিজের ঘরে আগুন দেওয়ার বিষয়টি সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিত ও পরিকল্পিত। মূলত নিজের আপন ছোট ভাই কাওসারের অপরাধকে ধামাচাপা দেওয়া, জনগণের সহানুভূতি পাওয়ার জন্য এবং পুলিশের কাজকে জনসম্মুখে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার জন্য বানোয়াট ভিডিও ধারণ করে ফেইসবুকে পোস্ট করে। আসামী গ্রেফতারের চেষ্টাসহ ঘটনার বিষয় প্রাথমিক তদন্ত করে এজাহার দায়ের করতে বিলম্ব হওয়ার কথা মামলার দরখাস্তে উল্লেখ করেন তিনি।

দরখাস্তের আলোকে ১৮৫/৩৫৩৪৩৬/৫০০ the Penal code, 1860 ধারায় সরকারি কাজে বাঁধা প্রদানে অপরাধ মূলক বল প্রয়োগ করে বসতঘরে আগুন লাগানো ও মানহানির অপরাধে বরগুনা সদর থানার একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, ডিবি এস আই জাহিদ হোসেন মিয়ার এজাহারের দরখাস্তের আলোকে ফেরদৌস হোসেন বাবুর বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) বরখাস্ত হওয়া পুলিশ সদস্য কাওসার শিকদারের মাদক বিক্রয় সংক্রান্ত একটি ফোনকল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

(এএস/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test