E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেতাগীতে এনসিটিএফের বার্ষিক সভা ও কমিটি গঠন

মুন্না সভাপতি, সাধারণ সম্পাদক লিমা

২০২৩ ফেব্রুয়ারি ১৮ ১৮:২৫:১৭
মুন্না সভাপতি, সাধারণ সম্পাদক লিমা

আসাদ সবুজ, বরগুনা : বরগুনার বেতাগীতে ন্যাশনাল চিলন্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) "জীবন এখানে শেষ নয়" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শিশু সংগঠন বেতাগী উপজেলা শাখার বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে ও নতুন কমিটি গঠন করা হয়।

শনিবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ১১ টার সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভা কক্ষে এনসিটিএফের সভাপতি মোঃ খাইরুল ইসলাম মুন্না সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বেতাগী উপজেলা চেয়ারম্যান মাসুদুর রহমান ফোরকান। অনুষ্ঠানে উদ্বোধন করেন পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির।

এনসিটিএফ এর ইশারাত জাহান লিমা ও শিশু গবেষক ইমরান হোসেন সঞ্চলানায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, বরগুনা জেলা পরিষদ সদস্য সদস্য শিমু আক্তার, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোঃ শামীম সিকদার, বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহাসিন খান, সিআইপিআরবির এরিয়া অফিসার রজত সেন, ভলান্টিয়ার সোহাগ খান প্রমুখ।

অনুষ্ঠানে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি ঘোষনা করা হয়। কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন জাকির হোসেন মিরাজ।

এনসিটিএফ এর সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয় মোঃ খাইরুল ইসলাম মুন্না, সহ-সভাপতি ইমরান হোসেন , সাধারণ সম্পাদক ইশরাত জাহান লিমা, যুগ্ম সাধারণ সম্পাদক, সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক হাসান মাহামুদ পিয়াল, শিশু সাংবাদিক মেয়ে তাকওয়া তারিন নুপুর, শিশু সাংবাদিক ছেলে সৌরভ জোমাদ্দার, শিশু গবেষক ছেলে মাইনুল ইসলাম তন্ম, শিশু গবেষক মেয়ে তিশা ইসলাম, শিশু সাংসদ মেয়ে রাইসা ইসলাম, শিশু সাংসদ ছেলে আরিফুল ইসলাম মান্না।

প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সিডিপির ওয়াই মুভস প্রজেক্ট এর আয়োজনে বেতাগী এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভায় অতিথিরা তাদের বক্তব্যে শিশু অধিকার শিশু সুরক্ষা প্রযুক্তিগত জ্ঞানলব্দ করা ও মানবিক মানুষ হয়ে গড়ে ওঠার ওপার গুরুত্ব দেন।

(এএস/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test