E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে ৪ দফা দাবি বেসরকারি স্কুল শিক্ষকদের

২০২৩ ফেব্রুয়ারি ১৯ ১২:৫৬:৩১
জামালপুরে ৪ দফা দাবি বেসরকারি স্কুল শিক্ষকদের

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে ৪ দফা দাবিতে মানববন্ধন করেছেন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান ও সহ-সুপার শিক্ষক সমিতির শিক্ষকরা। একই সঙ্গে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) শহরের দয়াময়ী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের কাছে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন শিক্ষকরা।

তাঁদের ৪ দফা দাবি হলো, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সহ-সুপারগনের বেতন স্কেল ৮ম গ্রেড থেকে ৭ম গ্রেডে উন্নীতকরণ, জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারি প্রধান শিক্ষক ও সহ-সুপারগণকে সরাসরি প্রধান শিক্ষক ও সুপার হিসাবে পদায়ন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিতে সহকারি প্রধান ও সহ-সুপারগণকে অন্তর্ভুক্তকরণ ও শিক্ষাকে জাতীয়করণ।

শিক্ষক সমিতির আহ্বায়ক সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রেজাউল করিমের সভাপতিত্বে এবং ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সদস্য সচিব ও সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ফরহাদুল আলম, যুগ্ম-আহ্বায়ক ও জোনাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আজহারুল ইসলাম আরজু, বেলগাছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. শামসুল আলম, নারিকেলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনোয়ারা খাতুন, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন জামালপুর শাখার সভাপতি মো. আমির উদ্দীন, বানিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে তাঁদের প্রস্তাবিত ৪ দফা বাস্তবায়নের দাবি জানান।

(আরআর/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test