E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে বীর মুক্তিযোদ্ধা আমির আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

২০২৩ ফেব্রুয়ারি ১৯ ১৮:০৩:২৭
জামালপুরে বীর মুক্তিযোদ্ধা আমির আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আমির আলী আকন্দের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) বাদ জোহর সদর উপজেলার দড়িহামিদপুর রওজাতুল উলুম ফোরকানিয়া হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসা মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। 

জানাযা নামাজের আগে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা আমির আলী আকন্দকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। এসময় মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির আলী আকন্দের মরদেহে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি।

পারিবারিক সূত্র জানায়, শনিবার বিকেলে গাজীপুর জেলার টঙ্গীতে বড় ছেলের বাসায় তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

রবিবার বাদ জোহর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে মা-বাবার কবরের পাশে দাফন করা হয়।

মরহুমের জানাযা নামাজে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, রানাগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হায়দর আলী, জামালপুর সদর থানা ওসি (অপারেশন) আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্যব্যক্তি অংশ নেন।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test