E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সমুদ্রে ঝাঁপ দেয়া ৯ জেলের ৪ জন জীবিত উদ্ধার 

২০২৩ ফেব্রুয়ারি ২০ ১৭:৩৩:৪৬
সমুদ্রে ঝাঁপ দেয়া ৯ জেলের ৪ জন জীবিত উদ্ধার 

অমল তালুকদার, পাথরঘাটা : জলদস্যুদের হাত থেকে প্রাণ বাঁচাতে গভীর সমুদ্রে ঝাঁপ দেয়া ৯ জেলের ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জেলেরা হলেন ইয়াসিন-(৩২),শফিকুল ইসলাম-(৫৫), জামাল খান-(৫০) ও আব্দুল হাই-(৫০)। এদের সকলের বাড়ি বরগুনা জেলায়।

আজ সোমবার দুপুর ১২টার দিকে উদ্ধারকৃত জেলেদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নামবিহীন একটি মাছের টলারের দেয়া খবরের সূত্রধরে বরগুনার তালতলী এলাকার অপর একটি মাছ ধরা ট্রলার থেকে নিখোঁজ এই ৪ জেলেকে উদ্ধার করে কোস্টগার্ট।

উদ্ধারকৃত জেলেদের ভাষ্যমতে নিখোঁজ আরেকজন জেলে মৃত অবস্থায় তাদের সাথে ছিল। তবে তারা উক্ত জেলের মৃতদেহ সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছেন৷

২০ ফেব্রুয়ারি সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তিনি বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পথে দক্ষিণ-পূর্ব দিকে পায়রা বন্দর থেকে পশ্চিমে বয়া এলাকায় জলদস্যুদের হামলার সময় প্রাণে বাঁচতে সাগরে ঝাঁপিয়ে পড়ে ৮ জন জেলে। তাদের মধ্যেথেকে চারজনকে জীবিত উদ্ধার করেছে তালতলীর একটি মাছধরা ট্রলার।

এর আগে শুক্রবার মধ্যরাতে একটি অস্ত্রধারী জলদস্যু ডাকাত দল ওই ট্রলারে থাকা ১৯ জেলের ওপরে গুলি চালিয়ে ও কুপিয়ে ৯ জেলেকে গুরুতর জখম করে। এসময় জীবন বাঁচাতে সাগরে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ হন ওই ৯ জেলে। নিখোজ বাকি ৫ জেলেদের ভাগ্যে কি আছে তা এখনো নিশ্চিত করে বলতে পারছেন তাদের স্বজন এবং মৎস্যজীবী নেতার।

স্থানীয় ভুক্তভোগীদের পক্ষ থেকে বলা হয়েছে,বর্তমান সরকারের আমলে সমূদ্রের জলদস্যুতা প্রায় সম্পূর্ণ নির্মূল হয়েছিল। যা আবার নতুন করে মাথাচড়া দিয়েছে। শক্রবারে ট্রলারের সব মালামাল লুটে নিয়ে চলে যাওয়া দস্যুরা তবে কি ফের জানান দিলো তাদের সক্ষমতা? এমন প্রশ্ন এই জনপদের পেশাদার জেলে ও মৎস্যজীবীদের।

(এটি/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test