E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিবচরে সড়ক দুর্ঘটনায় চীনা নাগরিকের মৃত্যুর ঘটনায় ড্রামচালক গ্রেফতার

২০২৩ ফেব্রুয়ারি ২০ ১৭:৪৬:৫৭
শিবচরে সড়ক দুর্ঘটনায় চীনা নাগরিকের মৃত্যুর ঘটনায় ড্রামচালক গ্রেফতার

বিশেষ প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় চীনা নাগরিক মারা যাবার ঘটনায় রবিবার (১৯ ফেব্রুয়ারী) রাত সারে ১১টার দিকে ঢাকার মিরপুর-১ এর টোলারবাগ এলাকা থেকে অভিযুক্ত ড্রামচালক সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান র‌্যাব-৮।

গ্রেফতার সাদ্দাম হোসেন মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের গোলাপ শিকদারকান্দি গ্রামের ছাবু শিকদারের ছেলে।

মাদারীপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ হেড কোয়াটারের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, শনিবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা থেকে ৬ জন শ্রমিক ও পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পে কর্মরত সার্ভেয়ারকে নিয়ে ঢাকামুখী সার্ভিস লেনের দিয়ে যাচ্ছিল একটি পিকআপটি। মাঝপথে শিবচরের সূর্যনগর এলাকায় ৩ জন শ্রমিককে নামিয়ে দিয়ে বাকি তিনজন ও সার্ভেয়ারকে নিয়ে প্রজেক্ট এরিয়ার দিকে রওনা হয় গাড়িটি।

এ সময় যাত্রাবাড়ি-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে’র শিবচরের দৌলতপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায়। গাড়িতে থাকা চালক ও চায়না সার্ভেয়ারসহ ৫ জন আহত হন। এদের মধ্যে চ্যাং বিন নামের ওই চীনা নাগরিক ও রিজু নামে এক বাংলাদেশিকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে ঐ দিন শনিবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই চায়না নাগরিক চ্যাং বিনকে (৩২) মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পরদিন রবিবার (১৯ ফেব্রুয়ারী) পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পে কর্মরত মুইদ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা চালককে আসামী করে শিবচর থানায় মামলা করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় ড্রামচালককে শনাক্ত করা হয়। রবিবার রাত সারে ১১টার দিকে ঢাকার মিরপুর-১ এর টোলারবাগ এলাকা থেকে অভিযুক্ত ড্রামচালক সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়।

(এএস/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test