E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কোটচাঁদপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

২০২৩ ফেব্রুয়ারি ২১ ১৪:২৮:৫২
কোটচাঁদপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুরে বদলি হতে নিজের স্বামীকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। এ নিয়ে ওই এলাকায় চলছে সমালোচনা। অভিযুক্ত ওই শিক্ষিকা উপজেলার এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্বে রয়েছেন।

জানা গেছে, কোটচাঁদপুরের এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা আফরোজ ডলি গত ১৫ সেপ্টেম্বর বদলির জন্য অনলাইনে আবেদন করেন। বদলি জনিত নীতিমালায় আছে ডিভোর্সি বা তালাকপ্রাপ্তদের জন্য প্রাপ্ত ১৫ নম্বর যুক্ত হবে। তিনি অতিরিক্ত ১৫ নাম্বার পাওয়ার জন্য গত ২৫আগষ্ট কোটচাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাজীর মাধ্যমে কৌশলে তাঁর স্বামী মমিনুল ইসলাম তোতাকে তালাক দেন। এরই মধ্যে বদলি প্রক্রিয়ার কার্যক্রম শেষ করে আবার ওই স্বামীর সাথে সংসার শুরু করেন শাহানা আফরোজ ডলি।

বিষয়টি নিয়ে প্রতিবেশীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কোটচাঁদপুর উপজেলার এক সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, প্রধান শিক্ষিকা শাহানা আফরোজ ডলি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অসিত বরণ পালকে ম্যানেজ করে প্রতারণার মাধ্যমে কোটচাঁদপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়েছেন।

এ সকল অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষিকা শাহানা আফরোজ ডলি জানান, আমি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বদলি হয়েছি। একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

কোটচাঁদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অসিত বরণ পাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই সময়ে আমি বুঝতে পারিনি।

এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ জানান, বিষয়টি আমি শুনেছি এবং অভিযুক্ত ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা করার নির্দেশ দিয়েছি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে।

(একে/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test