E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

২০২৩ ফেব্রুয়ারি ২২ ১৭:৩৯:৪০
ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের আল-ফালাহ প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় শম্পা খাতুন নামের এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনা ধামাচাপা দিতে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে মৃতের আত্মীয় পরিচয়দানকারী এক দালাল পল্লী চিকিৎসককে। মঙ্গলবার দুপুরে ঢাকায় নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়। শম্পা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের কামতা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল হান্নানের স্ত্রী।

মৃতের স্বজনরা জানায়, পিত্তথলির পাথর অপারেশনের জন্য সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের আল-ফালাহ হাসপাতালে ভর্তি হয় সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শম্পা খাতুন। রাতে ওই রোগীকে অজ্ঞান করেন ঝিনাইদহ সদর হাসপাতালের অ্যানেসথেসিয়া ডাক্তার মনজুরুল ইসলাম। এপরপর অপারেশন করেন মাগুরা মেডিকেল কলেজের চিকিৎসক জাহিদুর রহমান। অপারেশনের পর সকাল পর্যন্ত ওই রোগীর জ্ঞান না ফেরায় তড়িঘড়ি করে ঢাকায় রেফার্ড করে ক্লিনিক কর্তৃপক্ষ। মৃত্যুর পর রোগীর স্বজনরা হাসপাতাল ঘেরাও করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মৃতের ভাই জাহিদুল ইসলাম বলেন, আমার বোনকে হাসপাতালে ভর্তি করেছিলাম। অপারেশনের পর দীর্ঘ সময় পার হলেও তার আর জ্ঞান ফেরেনি। পরে চিকিৎসককে জানালে দ্রুত ক্লিনিক কর্তৃপক্ষ এ্যাম্বুলেন্সে তুলে দেয়। এর কিছু সময় পর ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। আমার একটি ভাগ্নে আছে।

সদর উপজেলা বিএনপির সভাপতি ও আল-ফালাহ হাসপাতালের সত্ত্বাধিকারী মুন্সী কামাল আজাদ পান্নু বলেন, রোগীটির অপারেশনের পর স্ট্রোক করেছিলো। এই জন্য অসুস্থ হয়ে পড়ে। আমরা তাদের ঢাকায় পাঠাই। ঢাকায় নেওয়ার পথে পদ্মাসেতুতে নিয়ে গেলে মারা যায় তিনি। আমরা হাসপাতালের পক্ষ থেকে নিহতের একটি ছেলে শিশুর দায়িত্ব নিয়েছি। তার চিকিৎসা ও লেখাপড়ার সব খরচ বহন করবো আমরা।

এ বিষয়ে জানতে কর্তব্যরত চিকিৎসক জাহিদুর রহমান ও অ্যানেসথেসিয়া ডাক্তার মনজুরুল ইসলামকে একাধিকবার ফোন দেওয়া হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(একে/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test