E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলাশবাড়ীতে শারীরিক ব্যায়াম, খাদ্যাভ্যাস এবং বিশ্রামের উপকারিতার উপর কর্মশালা 

২০২৩ ফেব্রুয়ারি ২২ ১৮:৫৯:১১
পলাশবাড়ীতে শারীরিক ব্যায়াম, খাদ্যাভ্যাস এবং বিশ্রামের উপকারিতার উপর কর্মশালা 

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে স্বাস্থ্যকর জীবনধারার জন্য শারীরিক ব্যায়াম, খাদ্যাভ্যাস এবং বিশ্রামের উপকারিতার উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রোমোশন অপারেশনাল প্লানের আওতায় লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রোমোশনাল স্বাস্থ্য শিক্ষা ব্যুরো,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিসুর রহমান এঁর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন,আনোয়ারা বেগম। কর্মশালার শুরুতেই স্বাস্থ্য বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপা।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিসুর রহমান বলেন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলসিডি কর্ণার উদ্বোধন হচ্ছে যেখানে ডায়াবেটিস রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন, ডায়াবেটিস পরীক্ষা, রক্ত পরীক্ষাসহ বেশ কিছু সেবা দেয়া হবে এলএসডি কর্ণার থেকে।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল।

কর্মশালায় পলাশবাড়ী কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোস্তাফিজুর রহমান রাজা,কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, বরিশাল ইউপি চেয়ারম্যান সাংবাদিক রফিকুল ইসলাম, বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, মনোহরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব রিপন, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সিনিয়র সাংবাদিক মনজুর কাদির মুকুল, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলা ৭১ এর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, মাসুদ রানাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

(আর/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test