E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায় মূল্যবান তক্ষকসহ আটক ৫

২০২৩ ফেব্রুয়ারি ২২ ১৯:২৩:৪৯
বরগুনায় মূল্যবান তক্ষকসহ আটক ৫

আসাদ সবুজ, বরগুনা : বরগুনায় কোটি টাকা মূল্যের তিনটি তক্ষক পাচারকালে জেলা গোয়েন্দা শাখা'র (ডিবি) অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ হক। এসময় আটকৃতদের নিকট থেকে ০২টি বিশেষ ইঞ্চি টেপও উদ্ধার করা হয়।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে চারটার দিকে বরগুনা পৌরসভার ৩নং ওয়ার্ডের বড়িয়াল পাড়া এলাকায় এস আই সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশের সদস্যরা। আটককৃতরা হলো সদর উপজেলার ৪নং কেওড়াবুয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রামের মৃত রফেজ খার ছেলে নসির উদ্দিন নান্না খা, একই গ্রামের হযরত আলীর ছেলে সাইফুল ইসলাম, ৫নং আয়লাপাতাকাটা ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের মৃত ইউনুস আলী হাওলাদারের ছেলে নুরুল ইসলাম, ৬নং বুড়িরচর ইউনিয়নের নাপিতখালী গ্রামের মৃত অইদ্যা বিশ্বাসের ছেলে সুশীল ও আবুল বাশার নামের একজন।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, চক্রটি দীর্ঘ দিন যাবৎ এই তক্ষক পাচারের সাথে জড়িত ছিলো। আমরা জানতে পেরে সোর্স লাগিয়ে ও নিজেদের লোক ক্রেতা সাজিয়ে প্রায় ১৫ দিন চেষ্টা চালিয়ে আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ হকের নেতৃত্বে পৌরসভার ৩নং ওয়ার্ডের বড়িয়াল পাড়া এলাকার জনৈক মোতালেব মৃধার বাসা থেকে তাদের আটক করতে সক্ষম হই এবং তাদের দখল থেকে ৩টি তক্ষক উদ্ধার করি। এসময় ঘরের মালিক মোতালেব মৃধা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে খাল সাতরিয়ে পালিয়ে যায়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ হক বলেন, উদ্ধারকৃত তক্ষকগুলো বর্তমানে জেলা গোয়েন্দা শাখায় সংরক্ষিত আছে, এগুলোকে বনবিভাগে হস্তান্তর করা হবে এবং আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।

(এএস/এএস/ফেব্রুয়ারি ২২, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test