E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলিথিন আর প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়তে ভারতীয় যুবকের বিশ্ব ভ্রমণ

২০২৩ ফেব্রুয়ারি ২৪ ১৮:১০:২১
পলিথিন আর প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়তে ভারতীয় যুবকের বিশ্ব ভ্রমণ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : রোহান আগরওয়াল। ২১ বছরের যুবক। তিনি ভারতের মাহরাষ্ট্রের নাগপুর এলাকার কামটি গ্রামের রমেশ আগরওয়ালের ছেলে। জরুরি একটি বার্তা বিশ্বময় ছড়িয়ে দিতে তিনি বের হয়েছেন বিশ্ব ভ্রমনে। বার্তাটি হচ্ছে পলিথিন আর প্লাস্টিকের ভয়াবহ অপব্যাবহার। মানুষ যখন নিজের ভালোমন্দ ও স্বার্থ নিয়ে ব্যাস্ত তখন এই বয়সে রোহানের দুঃশ্চিন্তার ও মাথাব্যাথার কারণ হয়ে দাড়িয়েছে পলিথিন আর প্লাস্টিক। বিশ্বজুড়ে যত্রতত্র পলিথিন আর প্লাস্টিকের ব্যবহারে পৃথিবী হয়ে উঠেছে বসবাসের অযোগ্য। এই ভয়াবহ কুফলে পরিবেশ আজ বিপন্ন হয়ে উঠছে। বিপন্ন পৃথিবী বসবাসের যোগ্য ও পলিথিন মুক্ত করার বার্তা ছড়িয়ে দিতে পায়ে হেঁটে বিশ্বভ্রমণ করছেন রোহান আগরওয়াল। পায়ে হেঁটে ভারতের ২৭টি রাজ্য ভ্রমণ শেষে তিনি বাংলাদেশে ঢুকে পড়েছেন।

গত বুধবার চুয়াডাঙ্গায় রাত যাপন করে তিনি বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঝিনাইদহে প্রবেশ করেন। রোহানকে ঝিনাইদহ স্বাগত জানান সোসাল ওয়ার্কার জান্নাতুল ফেরদৌস সাদিয়া। এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান, শিক্ষার্থী মাহিম, রোহান, কল্লোল, ফাহিম, মর্তুজাসহ এক ঝাক যুবক তাকে স্বাগত জানিয়ে তার প্রচার ও জনমত সৃষ্টির কাজে অংশ নেন। বিকালে তিনি ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান ড. হারুন অর রশিদ, ঝিনাইদহ পৌরসভার মেয়ার কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল ও রাতে ঝিনাইদহ চেম্বারের সভাপতি সৈয়দ নাসির উদ্দীনের সঙ্গে দেখা করেন। রাতে রোহান আগরওয়াল ঝিনাইদহের বহুল প্রচারিত দৈনিক নবচিত্র পত্রিকার বার্তা সম্পাদক আসিফ কাজলের সঙ্গে নবচিত্র কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন।

এ সময় তিনি বলেন, পলিথিন ও প্লাস্টিক পৃথিবীর ভারসম্য ক্ষতিগ্রস্থ করছে। এই ধারা অব্যাহত থাকলে মানবকুলসহ প্রাণীজগৎ ধ্বংস হয়ে যাবে। বৃহস্পতিবার রাতে তিনি ঝিনাইদহ উপজেলা পরিষদে রাত্রি যাপন করে শুক্রবার সকালে মাগুরার উদ্দেশ্যে বের হবেন বলে জানান। ঝিনাইদহে অবস্থানকালে তিনি বিভিন্ন কলেজ ও স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে ভ্রমণ বার্তা ছড়িয়ে দেন এবং পলিথিন ও প্লাস্টিকের অপব্যবহার রোধে করণীয় নিয়ে আলোচনা করেন। রোহান বাংলাদেশ ভ্রমণ শেষে নেপাল হয়ে পর্যায়ক্রমে সাইবেরিয়ার পর্যন্ত ভ্রমণ করবেন বলে জানান।

(একে/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test