E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলাশবাড়ীতে ২৪ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

২০২৩ ফেব্রুয়ারি ২৬ ১৭:৩৩:৫৯
পলাশবাড়ীতে ২৪ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের অভিযানে ঢাকা-রংপুর মহাসড়কে গাড়ী চেকিংকালে ৩ জন মাদক কারবারিকে ২৪ কেজি শুকনা গাঁজাসহ গ্রেফতার হয়েছে। 

আজ রবিবার দুপুরে পলাশবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস কনফারেন্সের এ তথ্য জানানো হয়। এসময় (সি সার্কেল) উদয় কুমার সাহা, সহকারী পুলিশ সুপার শুভ্র দেব, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা সহ বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্সে পুলিশ জানায়, ২৬ ফেব্রুয়ারী রবিবার সকাল ১১.৫৫টায় পলাশবাড়ী পৌরসভাস্থ মহেশপুর মৌজাস্থ বিটিসি মোড়ের অনুমান ২০০ গজ দক্ষিণে তপন কুমার রায়ের বসতবাড়ীর পশ্চিমে রংপুর হইতে বগুড়াগামী মহাসড়কের উপর রংপুর-বগুড়া গামী যাত্রীবাহী বাস (রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১৫-৭০১০) চেকিং করাকালে মাদক কারবারিদের হেফাজত হতে ২৪ কেজি গাঁজা দিয়ে তৈরী করা তিনটি কয়েল উদ্ধার করা হয়।

পরবর্তীতে আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানান, উক্ত উদ্ধারকৃত গাঁজাগুলি কুড়িগ্রামের জেলার নাগেশ্বরী পশ্চিম রামখানা গ্রামের সোলেমান মিয়ার ছেলে আব্দুল আজিজ মিয়া (২৫) এর নিকট হতে বহন করার জন্য একে অপরের সহায়তায় গাঁজা গুলি বাস যোগে বগুড়া অজ্ঞাতনামা ব্যক্তির নিকট নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পশ্চিমরামপুরা গ্রামের দুলাল হোসেনের ছেলে জসিম আলী (২২), আলাউদ্দিন মিয়ার ছেলে আতিকুর রহমান (২৫), একই জেলার ফুলবাড়ী থানা বেড়াকুঠি মুন্সবপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম ওরফে জাকির (২০)। এর সাথে জড়িত আরো একাধিক ব্যক্তিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

(আর/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test