E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে স্কুলের সাউন্ড বক্স ঠিক করতে সরকারি বই বিক্রি!

২০২৩ ফেব্রুয়ারি ২৮ ০০:২৪:১০
গোবিন্দগঞ্জে স্কুলের সাউন্ড বক্স ঠিক করতে সরকারি বই বিক্রি!

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি ভাঙাড়ির দোকান থেকে ৪২৭টি সরকারি বই জব্দ করেছেন স্থানীয় জনতা। এ ঘটনায় জড়িত হরিরামপুর বালিকা বিদ্যালয়ের নৈশ প্রহরী উত্তম কুমার ও জুনিয়র শিক্ষক চামেলি বেগমকে অবরুদ্ধ করে রাখেন তারা।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ৮টার দিকে উপজেলার হরিরামপুর বাজারের শাহজাহান শেখের ভাঙাড়ির দোকানে বইগুলো পাওয়া যায়। পরে ইউপি সদস্য ফিরোজ কবির ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যার পর হরিরামপুর বালিকা বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী উত্তম কুমার ও জুনিয়র শিক্ষিকা চামেলি বেগম বস্তাভর্তি বিভিন্ন শ্রেণির সরকারি বই নিয়ে আসেন শাহজাহান শেখের ভাঙরির দোকানে। বইগুলো ওজন করার সময় স্থানীয় লোকজন টের পেয়ে উত্তেজিত হয়ে উঠেন। এক পর্যায়ে তারা অভিযুক্ত উত্তম কুমার ও চামেলি বেগমকে অবরুদ্ধ করে ইউপি সদস্যকে খবর দেন। এরপর ইউপি সদস্য ফিরোজ কবির সেখানে গিয়ে তাদের আটকের বিষয়টি শিক্ষা কর্মকর্তাকে জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

বই বিক্রির কথা স্বীকার করে শিক্ষক চামেলি বেগম বলেন, বিদ্যালয়ের গুদাম পরিষ্কার করে ২০২২ শিক্ষাবর্ষের নতুন বইগুলো বিক্রির জন্য দোকানে নিয়ে যাওয়া হয়। বই বিক্রির টাকায় বিদ্যুৎ বিল ও সাউন্ড বক্স মেরামত করার কথা ছিল।

ইউপি সদস্য ফিরোজ কবির বলেন, বস্তায় করে ষষ্ঠ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণির ৪২৭টি সরকারি বই জব্দ করা হয়। বইগুলো বিক্রির সময় আটক করেন স্থানীয়রা। বই বিক্রির সঙ্গে জড়িত দুইজনের বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের জানানো হয়েছে। এ সময় তিনি ব্যবস্থা না নিয়ে অভিযুক্ত শিক্ষক চামেলি বেগমকে বইগুলো স্কুলে ফেরত নিয়ে যেতে বলেন। এতে স্থানীয়দের মধ্যে আরও ক্ষোভ সৃষ্টি হয়।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. রোকসানা বেগম জানান, বই বিক্রির ঘটনার তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

(এসআইআর/এএস/ফেব্রুয়ারি ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test