E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলাশবাড়ীর মাঠেরবাজার আবু বকর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় অবৈধ নিয়োগের অভিযোগ

২০২৩ মার্চ ০১ ১৩:২৩:৩৪
পলাশবাড়ীর মাঠেরবাজার আবু বকর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় অবৈধ নিয়োগের অভিযোগ

রবিউল ইসলাম, গাইবান্ধা : পলাশবাড়ীর মাঠেরবাজার আবু বকর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় অবৈধ ও বিধি বহির্ভূত নিয়োগ বন্ধের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন মাদ্রাসার গভর্নিং বডির সদস্য নাজমুল হক প্রধান। 

অভিযোগে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঠেরবাজার আবু বকর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ উক্ত মাদ্রাসায় অফিস সহকারী কাম-হিসাব সহকারী ও ঝাড়sদার/নৈশ্যপ্রহরী পদে নিয়োগের সিদ্ধান্ত গৃহিত হলে পরবর্তীতে অধ্যক্ষ একটি অতিরিক্ত পদ অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে নিজের পছন্দের ব্যক্তিকে বিধি বহির্ভূতভাবে নিয়োগের চেষ্টা চালায়। গত ২৭ জানুয়ারী-২০২৩ অধ্যক্ষ ও তার মদদপুষ্ট কমিটির সদস্যগণ অবৈধ নিয়োগ পরীক্ষার প্রচেষ্টা চালায়। পরবর্তীতে উপস্থিত গণমাধ্যম কর্মী, উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায় ডিজির প্রতিনিধি মাহফুজা ইয়াসমিন পরীক্ষা স্থগিত ঘোষণা করেন বলে অভিযোগে উল্লেখ করেন।

এ ব্যাপারে গভর্নিং বডির নির্বাচিত সদস্য নাজমুল হক প্রধান, আব্দুল মালেক মন্ডল ও খয়বার সর্দার ৮ ফেব্রুয়ারী-২০২৩ বিধি বহির্ভূত অর্বৈধ নিয়োগ বন্ধের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন।

এ ব্যাপারে অত্র মাদ্রাসার অধ্যক্ষ সাইদুর রহমান জানান, যথারীতি নীতিমালা অনুযায়ী নিয়োগ সম্পন্ন করা হয়েছে।

(আর/এসপি/মার্চ ০১, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test