E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোয়ালন্দ চর থেকে অপহৃত ব্যক্তি উদ্ধার

২০২৩ মার্চ ০২ ২০:০০:৫৯
গোয়ালন্দ চর থেকে অপহৃত ব্যক্তি উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি : পাবনা জেলার আমিনপুর উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের যোধপুর থেকে অপহৃত রজব আলী (৪২) নামে এক ব্যক্তিতে অপহরণ করা হয়। অপহৃত ব্যক্তিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট থেকে ৫ কিলোমিটার দূরে পদ্মার চর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল পদ্মার চর থেকে তাকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে উদ্ধারকৃত রজব আলীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কিছু অজ্ঞাত ব্যক্তি রজব আলীকে অপহরণ করে নিয়ে যায়। বিভিন্ন স্থানে রজব আলীকে খোঁজাখুজি করে পরিবারের সদস্যরা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে নজরুল নামে একজন কলার 'জাতীয় জরুরি সেবা ৯৯৯' এ ফোন করে রজবের ব্যাপারে তথ্য দেয়। ৯৯৯-এর ফোন কল রিসিভ করেন এএসএম ফয়সাল।

ফয়সাল কলটি তাৎক্ষণিক গোয়ালন্দ ঘাট থানা ও দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়িতে অবগত করেন। দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা কলের বিয়ষটি নিয়ে কাজ করে পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। প্রায় দুই ঘন্টা অভিযান শেষে ফেরিঘাটের অদূরে একটি পদ্মার চর থেকে তাকে উদ্ধার করে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) জে এম সিরাজুল কবীর অপহৃত রাজব আলীকে উদ্ধারের বিয়ষটি স্বীকার করেন। তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

(একেএমজি/এএস/মার্চ ০২, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test