E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় ক্ষতিকর জ্বালানির ব্যবহার বন্ধের দাবি

২০২৩ মার্চ ০৪ ১৩:২২:১৬
গাইবান্ধায় ক্ষতিকর জ্বালানির ব্যবহার বন্ধের দাবি

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : জলবায়ু সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নবায়নযোগ্য শক্তির উল্লেখযোগ্য সম্প্রসারণ, জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ এবং জলবায়ু সুবিচারের দাবি জানিয়েছে গাইবান্ধার তরুণ জলবায়ু কর্মীরা।

শুক্রবার (৩ মার্চ) বিকেলে গাইবান্ধা শহরের ভিএইড রোডে আয়োজিত বৈশ্বিক জলবায়ু ধর্মঘট সমাবেশ থেকে তরুণ জলবায়ু কর্মীরা এ দাবি জানান।সুইডিস জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গের গড়ে তোলা স্কুল শিক্ষার্থীদের পরিচালিত আন্দোলন ফ্রাইডেস ফর ফিউচারর বাংলাদেশ গ্রুপ, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস যৌথভাবে এ জলবায়ু ধর্মঘটের আয়োজন করে। নানা ধরনের দাবি সম্বলিত প্লাকার্ড হাতে দুই শতাধিক তরুণ কর্মসূচিতে অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের গাইবান্ধা জেলা ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী মারুফ হাসান, জলবায়ু যোদ্ধা রিমন, দেবাশীষ, মোস্তফা, আতিকুর, আনন্দ, কাফি জায়েদ প্রমুখ।

বক্তারা বলেন, ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে (এলএনজি) অর্থায়ন বন্ধ এবং এলএনজি আমদানি নির্ভরতা কমাতেও সরকার এবং বিনিয়োগকারীদের প্রতি আহ্বান তাদের। তারা ভবিষ্যতের জন্য একটি জলবায়ু ও জ্বালানি-সুরক্ষিত বাংলাদেশ দেখতে চান। পরিবেশের ক্ষতি করে এমন প্রকল্পগুলো বন্ধ এবং জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ না করে টেকসই প্রকল্পে বিনিয়োগের আহ্বান জানান বক্তারা।

(এসআইআর/এএস/মার্চ ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test