E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী মতিপাড়া ধম্ম রংখ্রে বৌদ্ধ বিহারে দৃষ্টি নন্দন জাদীর উৎসর্গ অনুষ্ঠান সম্পন্ন

২০২৩ মার্চ ০৪ ১৮:০৫:৪৬
কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী মতিপাড়া ধম্ম রংখ্রে বৌদ্ধ বিহারে দৃষ্টি নন্দন জাদীর উৎসর্গ অনুষ্ঠান সম্পন্ন

রিপন মারমা, রাঙ্গামাটি : দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৌদ্ধ জাদীর রাঙামাটি জেলা কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন মতিপাড়া ধম্ম রংখ্রে বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকায় নতুন নির্মিত ধম্ম বিজয় প্রেলুংখ্যাইংসা প্রার্থনা পূরক জাদী বুদ্ধ'র ধাতু, মুকুট স্থাপনা, বুদ্ধ জীবন্যাশ উৎসর্গ করা হয়। উৎসর্গ অনুষ্ঠানকে ঘিরে বিহার এলাকায় হয়েছে মারমা, তংচঞ্চ্যা, বড়ুয়া সম্প্রদায়সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মিলন মেলা।

শুক্রবার (৩ মার্চ) সকালে প্রেলুংখ্যাইংসা জাদীতে গৌতম বুদ্ধের দেহাবশেষ বা ধাতু, মুকুট ও এক হাজারেরও বেশি বৌদ্ধ মূর্তী স্থাপন ও উৎসর্গ করা হয়। এদিকে ধর্মীয় এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন স্থানের কয়েক হাজার ধর্মপ্রাণ বৌদ্ধ নর-নারী। খাগড়াছড়ি বান্দরবান, কক্সবাজার চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এ উৎসবে মিলিত হয়েছেন। দেশের অন্যতম বৌদ্ধ ধর্মীয় ভদন্ত উদারা মহাথের ও ভদন্ত পঞালংকারা মহাথের ভক্তদের উদ্যোশে ধর্মীয় দেশনা দেন।

মতিপাড়া ধম্ম রংখ্রে বৌদ্ধ বিহার অধ্যক্ষ নাগিনদা মহাথের ও মতিপাড়া দায়ক-দায়িকা উদ্যোগের দৃষ্টি নন্দন প্রতিষ্ঠিত করা হয়। অনুষ্ঠান শেষে নাগিনদা মাহাথের দৃষ্টি নন্দন জাদীতে মুকুট ও বৌদ্ধ মূর্তী স্থাপন করেন। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদের সদস্য দিপ্তীময় তালুকদার, বান্দরবান সাবেক চেয়ারম্যান উঃ থোউচপ্রু মাস্টার, পার্বত্য চট্টগ্রামে বিষয়ক মন্ত্রনালয় মন্ত্রী সহধর্মিণী ড মেলাপ্রু মারমা, রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা,রাইখালী মৌজা হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরীসহ দেশের বিভিন্ন বৌদ্ধ মন্দিরের ভিক্ষুরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৫ নভেম্বর ২০২১ সালে কাপ্তা উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দুরে রাইখালী -বাঙাল হালিয়া সড়কের মতিপাড়া এলাকায় পাহাড়ের উপর দৃষ্টিনন্দন জাদীটি নির্মাণ কাজ শুরু হয়। পরে ২০২৩ সালে শেষে দিকে দৃষ্টি নন্দন জাদীতে স্থাপন করা হয় বৌদ্ধ মূর্তী ও ধাতু গত ৩ মার্চ ২০২৩ দৃষ্টি নন্দন জাদীটি উদ্বোধন করা হয়।

মায়ানমারের দক্ষ নির্মাণ প্রকৌশলী ও রাজ শ্রমিকরা দীর্ঘদিন ধরে জাদীটি নির্মাণ করেছেন।জাদীটিতে ছোট বড় সব মিলিয়ে ১০০টি মূর্তী রয়েছে। ৪০ ফুট উচ্চতার দৃষ্টি নন্দন জাদীটি কাপ্তাই উপজেলা একটি অন্যতম।এ শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেই নয় এটি এখন পর্যটকদের কাছেও বেশ আকর্ষণীয় হয়ে উঠবে।

এর আগে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী ও পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা মতিপাড়া এলাকা ভিত্তিপ্রস্ত স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প শুভ উদ্ধোধন করেন।

(আরএম/এসপি/মার্চ ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test