E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমতলী ফেরিঘাটে ট্রাক বিকল

বরগুনায় আড়াই ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

২০২৩ মার্চ ০৪ ১৯:১০:৩৮
বরগুনায় আড়াই ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

আসাদ সবুজ, বরগুনা : আমতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদীর আমতলী ঘাটে  পল্টনের উপরে ধারন ক্ষমতার চেয়ে অতিরিক্ত পাথর বোঝাই একটি ট্রাক বিকল হওয়ার, প্রায় আড়াই ঘণ্টা পর যানবাহন পারাপার শুরু হয়েছে। 

জানা গেছে, শনিবার (৪ মার্চ) দুপুর এক টার দিকে পায়রা বন্দর গামী পাথর বোঝাই একটি ট্রাক ফেরি থেকে নামতে গিয়ে পল্টুনের ওপর বিকল হয়ে পড়লপ ফেরির পল্টুন অর্ধেক পানিতে ডুবে যায়। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও আড়াই ঘন্টা বন্ধ ছিল যানচলাচল।

ফায়ার সার্ভিসের প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর ওই ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নদীর দু’পাশের বিভিন্ন সড়কে চলাচলরত অর্ধশত যানবাহন আটকা পড়ে।

আমতলী ফেরিঘাটা আটকে পড়া বাস চালক হুমায়ূন বলেন, স্কুলের বাচ্চাদের নিয়ে কুয়াকাটা থেকে আনন্দ সফর শেষে বরগুনা ফেরার পথে দুপুর ১ টার দিকে ফেরিঘাটে আটকা পড়ি। বিকেল সাড়ে ৩ টার দিকে বিকল হওয়া ট্রাকটি সরিয়ে ফেলার পর ফেরি পার হয়েছি।

ফেরির ইজারাদার হাসান জানান, অধিক লোড দেওয়ার কারণে ট্রাকটি ফেরি থেকে উঠতে গিয়ে বিকল হয়ে পড়ে। পটুয়াখালী থেকে সড়ক ও জনপদের রেকার এনে অনেক চেষ্টা করে ট্রাকটি সরানো হয়েছে।

ফেরি চালক দোলন জানান, আড়াই ঘণ্টা ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রীদেরও দুর্ভোগে পড়তে হয়েছে। যানবাহনে অতিরিক্ত পণ্য বহনের কারণে মাঝেমধ্যেই এমন সমস্যার সৃষ্টি হয়।

বরগুনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ গিয়াস উদ্দিন বলেন, আমতলী ফেরিতে আট টনের অধিক যানবাহন পারাপারের কোনও সুযোগ নেই। ঘাট এলাকায় এ বিষয়ে নোটিশও টানানো আছে। তারপরও কিভাবে এমনটা হলো আমি খোঁজ নিচ্ছি।

(এএস/এসপি/মার্চ ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test