E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধা-৩ আসন থেকে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন

২০২৩ মার্চ ০৫ ১৮:৩৫:৫২
গাইবান্ধা-৩ আসন থেকে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন

রবিউল ইসলাম, গাইবান্ধা : ২০২৪ সালের শুরুতেই হতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণায় মাঠে নেমেছেন। এবার গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসন থেকে মনোনয়ন চাইবেন পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি,তৃণমূলের পছন্দের নেতা উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন।দুই উপজেলার দলীয় নেতা কর্মী ছাড়াও হাজারো মানুষের পছন্দের এই মানুষটি এবার মনোনয়ন চাইবেন জেনে দুই উপজেলার ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীদের মাঝে আনন্দও লক্ষ করা যাচ্ছে। সবার ধারনা শামিকুল ইসলাম সরকার লিপন মনোনয়ন পাইলে ভোটাররা খুশি হয়েই ভোট দিবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম,এ সম্পন্ন করা শামিকুল ইসলাম সরকার লিপন ছাত্রজীবন থেকেই নানাভাবে জনসেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত। ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত পলাশবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি থাকা অবস্থায় সেই সময় উপজেলা যুবলীগকে সুসংগঠিত করেছিলেন।এরপর ২০০৩-২০১৬ পর্যন্ত সাংগঠনিক সম্পাদক এবং ২০১৬ সালের মার্চে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর দলকে সুসংগঠিত করতে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ছুটে গিয়েছেন তিনি।২০২২ সালে উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলে দল তার দলীয় কার্যক্রম দেখে খুশি হয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতির পদ দেন।

তথ্যনুসন্ধানে জানা গেছে, উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের বাবা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।তার শ্বশুর সাইফুল ইসলাম ছিলেন বীর মুক্তিযোদ্ধা,যিনি ৭ নং পবনাপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।সংস্কৃতিমনা উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন জেলা শিল্পকলা একাডেমি ও রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডাঃ ইউনুস আলী সরকারের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন,একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামীগ প্রার্থীকে বিজয়ী করতে ব্যাপক ভূমিকা রেখেছিলেন উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন।

৯০ এর গণ আন্দোলন ৯১ ও ৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ভূমিকা রেখেছিলেন তিনি। করোনাকালীন সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোসহ তিনি উপজেলার গরীব-অসহায় ও সর্বস্তরের মানুষদের পাশে থাকেন সব সময়, গরীব পিতার সন্তানদের বই-খাতা কিনে দেয়া, ধর্মীয় উৎসবগুলোতে মানুষের পাশে সর্বদাই থাকেন তিনি।

সাদুল্লাপুরের ফরিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের এক নেতা জানান,শামিকুল ইসলাম সরকার লিপন একজন ভাল মানুষ হিসেবে সব জায়গায় পরিচিত, এমন মানুষকে মনোনয়ন দিলে নির্বাচিত তো হবেনই পাশাপাশি দুই উপজেলার উন্নয়ন আরো এগিয়ে যাবে।

পলাশবাড়ীর বেশ কয়েকটি ইউনিয়ন ও ওয়ার্ডে আওয়ামীলীগের নেতা কর্মীদের সাথে কথা বললে তারা জানান,শামিকুল ইসলাম সরকার লিপন একজন সৎ মানুষ, আমাদের বিপদে আপদে তিনি সব সময় পাশে থাকেন।
দলকে সুসংগঠিত করতে তিনি অনেক পরিশ্রম করে যাচ্ছেন।

বিগত দলের দুঃসময়ে তিনি আমাদেরকে আগলে রেখেছিলেন।আমরা এবার তাকে এমপি হিসেবে দেখতে চাই।
উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে যোগ্য মনে করেন আর আমাকে যদি মনোনয়ন দেন তাহলে নির্বাচিত হয়ে দুই উপজেলার সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবো, সাবেক এমপি ডাঃ ইউনুস আলী সরকারের উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলো করবো।

(আর/এসপি/মার্চ ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test