E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ী জেলা পরিষদের সদস্যের নামে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা

২০২৩ মার্চ ১০ ১৪:২০:০২
রাজবাড়ী জেলা পরিষদের সদস্যের নামে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ বাল্কহেড বালি ব্যবসায়ী সমিতি জৌকুড়া শাখার সভাপতি মো. আজম আলী মন্ডলের নামে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।

জেলার সদর উপজেলার চর জৌকুড়া গ্রামের ইসলাম সরদারের ছেলে মো. রাজীব সরদার রাজবাড়ীর ১নং আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন। বিজ্ঞ আদালত ১২ জুন মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছেন। অর্থ আত্মসাতের আরেক ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা গ্রামের দেলোয়ার হোসেন।

মামলার বাদী মো. রাজীব সরদারের মামলার বিবরণ সূত্রে জানা যায়, ‘বাংলাদেশ বাল্কহেড বালি ব্যবসায়ী সমিতি জৌকুড়া ’ নামে একটি সমিতি গঠন করা হয়। সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিষদের সদস্য মো. আজম আলী মন্ডল। ২০২০ সালে সমিতি সমাজ সেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন পায়। ২০১৮ সাল থেকে ২০২৩ সালের ৭ মার্চ পর্যন্ত সমিতির ১২০ জন সদস্যদের কাছ থেকে সমিতির সভাপতি আজম মন্ডল ৪কোটি ৫৮ লক্ষ ৯৮ হাজার ৬৪৬ টাকা গ্রহণ করেছেন। এছাড়া আসামি আজম আলী মন্ডল গত বছরে পাবনা জেলাধীন নিউচর পূর্বপাড়া মৌজার বালুমহল থেকে গত বছর ৮ কোটি ৪১ লক্ষ ৩৬ হাজার ১৫৫ টাকা গ্রহণ করেছেন। সমিতির সদস্যগণ জমাকৃত টাকা বন্টন করিয়া দেবার জন্য অনুরোধ করিলে আসামি আজ কাল করিয়া কালক্ষেপণ করেন। গত শুক্রবার (২০২৩ সালের ৩ মার্চ) আসামির অফিসে মামলার বাদীসহ অন্য কয়েকজন সদস্য টাকার কথা বলেন। টাকা বন্টন করিয়া দিবেন না বলে জানিয়ে দেন আজম মন্ডল।

পুলিশ সুপারের কাছে দেলোয়ার হোসেনের অভিযোগ সূত্রে জানা যায়, আজম মন্ডল সমিতির সদস্যদের নিকট থেকে কয়েক কোটি টাকা আত্মসাত করেছেন। টাকা চাওয়াকে কেন্দ্র করে বেশ কয়েকজন সদস্যের জীবনের নিরাপত্তা হুমকির মধ্যে রয়েছে।

টাকা আত্মসাতের বিষয়ে বাল্কহেড সমিতির সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো. আজম মন্ডল বলেন, পুলিশ সুপারের কাছে দেলোয়ার হোসেন নামে যে ব্যক্তি অভিযোগ দিয়েছেন তিনি আমাদের সমিতির সদস্য না। মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার আত্মীয় স্বজন দিয়ে আমার নামে অভিযোগ করাচ্ছেন। আমার নামে তিনটা মামলা দিয়েছে। আমি আইনগতভাবে এগুলো মোকাবেলা করবো।

আজম মন্ডলের অভিযোগ প্রসঙ্গে আজ শুক্রবার সকালে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, “অভিযোগটি হয়তো বিকেলে দিয়েছেন। আমি এখন পর্যন্ত দেখিনি। দেখে ব্যবস্থা গ্রহণ করবো। তবে যে কোন ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে আমি কাউকে ছাড় দিবো না।

(একেএমজি/এএস/মার্চ ১০, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test