E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইসলামী ব্যাংক কর্মকর্তার রমরমা সুদ বাণিজ্য!

২০২৩ মার্চ ১০ ১৯:৪৩:০৯
ইসলামী ব্যাংক কর্মকর্তার রমরমা সুদ বাণিজ্য!

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের ইসলামী ব্যাংকে চাকরির আড়ালে আবু সাঈদ নামের এক কর্মকর্তা দেদারছে চালিয়ে যাচ্ছেন সুদের কারবার। তাঁর সুদের টাকা পরিশোধ করতে গিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও ন্যায় বিচার পাচ্ছেন না ভুক্তভোগীরা।

তথ্য নিয়ে জানা গেছে,ব্যাংক কর্মকর্তা সাইদ অনককে ব্যবসায়িক পার্টনার বানাই। পরবর্তীতে তাদের কাছে টাকা বিনিয়োগ করে গ্রহণ করে মোটা অংকের মুনাফা। এছাড়া ইসলামী ব্যাংকে এসবিএস শাখায় চাকরির কারণে অনেক ঋণখেলাপীদের চড়া সুদে টাকা দিয়ে থাকেন আবু সাইদ।

হাফিজ নামের এক কলা ব্যবসায়ী অভিযোগ করে বলেন, সাইদ অনেকের ব্ল্যাকমেইল করে শহরের প্রভাবশালী ভাড়াটিয়া মস্তান ম্যানেজ করে। টাকা ধার দেওয়া ব্যক্তিদের কাছ থেকে জোরপূর্বক একাধিক খোলা স্টাম ব্লাঙ্ক চেক আদায় করে নেন।

পরবর্তীতে সে এসব চেক স্ট্যাম্প দিয়ে মামলা করে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা।

সাইদের হাত থেকে বাদ যায়নি বড় পুলিশ কর্মকর্তারাও বলে জানান ভুক্তভোগী হাফিজ। স্থানীয় সূত্রে জানা গেছে গোয়ালপাড়া বাজারের মিলন নামের এক ব্যাবসায়িক ৩ লাখ টাকা সাইদের কাছ থেকে ধার নিয়ে পরে সুদে আসলে ৭ লাখ টাকা দিয়ে রক্ষা পান।

এ বিষয়ে আবু সাইদ জানান,আমি অনেককে ব্যাংকের লোন এবং টাকা ধার দিয়ে উপকার করি। এজন্য রাগ-ক্ষোভে এরকম কথা বলতে পারেন তাঁরা। আমি এধরণের কাজের সঙ্গে জড়িত না।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(একে/এএস/মার্চ ১০, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test