E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পিরোজপুরে অস্ত্রসহ দুই জলদস্যু গ্রেফতার

২০১৪ অক্টোবর ২২ ১৭:২৩:০৩
পিরোজপুরে অস্ত্রসহ দুই জলদস্যু গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট মৎস্য বন্দর থেকে স্থানীয় এলাকাবাসি ও পুলিশের যৌথ উদ্যোগে বন্দুকসহ দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ব্যাপক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টার দিকে ডাকাত সোহরাব ও রহিম সুন্দরবন থেকে ফিরে পাড়ের হাট মৎস বন্দরে বাজার করতে আসে। এ সময় তাদের গতিবিধি সন্দেহ হলে স্থানীয়রা ধাওয়া করে। ডাকাতরা ধাওয়া খেয়ে মৎস্য ঘাটের খালে ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা করে। স্থানীয়রাও ঝাঁপ দিয়ে তাদের ধরে ফেলে। এসময় তাদের মধ্যে সোহরাব পালিয়ে যাবার চেষ্টা করলে তাকেও ধরে ফেলে এলাকাবাসী। তখন রহিম ডাকাতকে গনধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ও স্থানীয়রা ট্রলার তল্লাশী করে ২ টি বন্দুক, ৪৯ রাউন্ড কার্তুজ, টর্চ লাইট ও একটি ইঞ্জিন ট্রলারসহ ব্যাপক দেশীয় অস্ত্র আটক করে পিরোজপুর সদর থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে দুপুর আড়াইটায় সহকারি পুলিশ সুপার সার্কেল আ. কাদের বেগ ও সদর থানার ওসি আব্দুর রাজ্জাক মোল্লা সাংবাদিকদের সামনে ডাকাত ও তাদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র হাজির করেন।
তারা জানান, আটক ডাকাত সোহরাব ও রহিমের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ও মিরুখালী ইউনিয়নে। তারা নৌ-পথে রাতে মৎস্য ট্রলারে ডাকাতি করে। গণ পিটুনিতে আহত ডাকাত রহিমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে পিরোজপুর সদর থানায় অস্ত্র ও ডাকাতি আইনে একটি মামলা হয়েছে।

(এসএ/জেএ/অক্টোবর ২২, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test