E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ের কারুপণ্যের রজত জয়ন্তী উৎসব

২০২৩ মার্চ ১৫ ১৭:২১:২৩
ঠাকুরগাঁওয়ের কারুপণ্যের রজত জয়ন্তী উৎসব

ঠাকুরগাঁও প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ঠাকুরগাঁওয়ের কারুপণ্যের রজত জয়ন্তী উৎসব পালন হয়েছে।

বুধবার সকাল ১১ টায় কারুপণ্য কার্যালয়ের সামনে বেলুণ ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।

এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সেলিনা জানান লিটা, পিএসসি (এসইআইপি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাখওয়াত হোসেন, জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ এ্যাপোলো, ঠাকুরগাঁও কারুণ্যের পরিচালক চন্দনা ঘোষ। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে শহরের চৌরাস্তাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাধারণ পাঠাগার চত্বরে গিয়ে শেষ হয়। নারী উদ্যোক্তা তৈরীতে জেলায় বিশেষ অবদান রাখছেন।

কারুপণ্যে পরিচালক চন্দনা ঘোষ জানান, কারুপণ্য নারী উদ্যোক্তা তৈরীতে জেলায় বিশেষ অবদান রাখছে। আমরা চাই বেশি বেশি নারী উদ্যোক্তা তৈরী হোক। তাহলে নারীরা অর্থনৈতিক মুক্তির স্বাদ পাবে। রজত জয়ন্তী উৎসবকে রঙিন ও আনন্দময় করে তুলতে সাধারণ পাঠাগার চত্বরে দিনব্যাপি বিভিন্ন কর্মসুচি হাতে নেওয়া হয়েছে। র‌্যালি ছাড়াও জেলার নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে ২৫ জন উদ্যেক্তাকে সম্মাননা প্রদান, বিভিন্ন উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী, আলোচনা ও কুশের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

(এফআর/এসপি/মার্চ ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test