E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিবচরে বাস দুর্ঘটনা

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে তদন্ত কমিটি 

২০২৩ মার্চ ২০ ১৯:০৮:০৪
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে তদন্ত কমিটি 

জেলা প্রতিনিধি, মাদারীপুর : পদ্মাসেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে ইমাদ পরিবহণ দুর্ঘটনায় ১৯ জন নিহতের ঘটনায় বাস কর্তৃপক্ষকে অভিযুক্ত করে রবিবার (১৯ মার্চ) রাতে শিবচর থানায় মামলা করেছে হাইওয়ে পুলিশ। শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট জয়ন্ত সরকার বাদী হয়ে মামলাটি করেন। এদিকে একই দিন বিকেলে মাদারীপুরের জেলা প্রশাসক ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২০ মার্চ) সকাল থেকে এই কমিটির সদস্যরা তদন্তের কাজের জন্য মাঠে নেমেছেন।

শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, বাস কর্তৃপক্ষকে অভিযুক্ত করে হাইওয়ে পুলিশ মামলা করেছেন। এদিকে এ দুর্ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্ত কমিটি। মাদারীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরাকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সদস্যরা হলেন মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, বুয়েটের সহকারী অধ্যাপক শাহনেওয়াজ হাসানাত-ই-রাব্বি, মাদারীপুর বিআরটিএর সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল হোসেন। তারাসহ বুয়েটের একটি প্রতিনিধি দল তদন্ত কার্যক্রম শুরু করেছেন।

আজ সোমবার সকাল থেকে এই কমিটি প্রত্যক্ষদর্শী, স্থানীয় দোকানদারসহ অনেকের সাথে কথা বলেন। এছাড়াও কমিটির সদস্যরা দুর্ঘটনা কবলিত বাস, হাসপাতালসহ বিভিন্ন স্থান পরিদর্শণ করেন। দুইকর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়ে কমিটি গঠন করেন মাদারীপুরের জেলা প্রশাসক।

তদন্ত কমিটির প্রধান পল্লব কুমার হাজরা বলেন, তদন্ত কমিটি কার্যক্রম শুরু করেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করার চেষ্টা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই আমরা আমাদের প্রতিবেদন জমা দিব।

শিবচর হাইওয়ে থানার ওসি আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক বলেন, বাস কর্তৃপক্ষ দুর্ঘটনা কবলিত বাসটির কোন ফিটনেস সার্টিফিকেট দেখাতে পারেননি।

তিনি আরো বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার এইচ-১৮, আলিয়া মাদ্রাসা রোড, হারুণ টাওয়ার এলাকার ইমাদ পরিবহণ প্রাইভেট লিমিটেডের নামে মামলা করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার ভোররাতে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহণের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-৩৩৪৮) ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে ১৫ জন যাত্রী উঠান। পদ্মাসেতুর আগে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের মাদারীপুর শিবচরের কুতুবপুর সিমানা এলাকায় আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। বাসটি এক্সপ্রেস হাইওয়ের নিচের আন্ডারপাসের গাইডওয়ালের সাথে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এই ঘটনায় ১৯ জন যাত্রী মারা যায়।

(এএস/এসপি/মার্চ ২০, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test