E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লাকসাম-মনোহরগঞ্জে অধিকাংশ কমিউনিটি ক্লিনিক বিদ্যুৎ বিহীন

২০১৪ অক্টোবর ২৩ ১২:৩০:৪৬
লাকসাম-মনোহরগঞ্জে অধিকাংশ কমিউনিটি ক্লিনিক বিদ্যুৎ বিহীন

চন্দন সাহা,লাকসাম : কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে অধিকাংশ কমিউনিটি ক্লিনিকে বিদ্যুৎ সংযোগ নেই। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিতকল্পে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রাধিকার ভিত্তিক বিবেচনায় যে সকল কমিউনিটি ক্লিনিকে বিদ্যুৎ সংযোগ নেই সে সকল ক্লিনিকে পর্যায়ক্রমে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা গ্রহনের জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বিদ্যুৎ বিভাগকে বারবার তাগিদ দিলেও কাজের কাজ কিছু হয়নি। উভয় বিভাগের পরস্পর দোষারোপের ফাঁদে পড়ে স্বাভাবিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে লাকসাম-মনোহরগঞ্জের প্রায় ১০ লাখ জনসাধারণ।

বিশেষ করে গ্রামের তৃনমূল পর্যায়ের মানুষ সরকারি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে দ্বারস্থ হচ্ছে বেসরকারি ক্লিনিক নামের কসাইখানায়। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পল্লীবিদ্যুৎ সমিতিকে বিদ্যুৎ সংযোগের বিষয়ে দ্রত ব্যবস্থা নেওয়ার জন্য বিগত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় রেজুলেশনের মাধ্যমে অবগত করানো হলেও সংশ্লিষ্ট উভয় বিভাগের কারো টনক না লড়ায় গত ১৩ অক্টোবর কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল এবিষয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন।

লাকসাম উপজেলার ১৬টি ক্লিনিকের মধ্যে মাত্র ৫টি এবং মনোহরগঞ্জ উপজেলার ১৫টি ক্লিনিকের মধ্যে মাত্র ৮টি ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ রয়েছে। কমিউনিটি ক্লিনিকগুলোতে বিদ্যুৎ সংযোগ না থাকায় সেবা নিতে আসা রোগী ও কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ বিষয়ে জানতে লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মোহাম্মদ সালাহ্উদ্দিন আহমদ সরকারি সফরে ভারত থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

(সিএস/এইচআর/অক্টোবর ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test