E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় জমিসহ ঘর পেলেন ৩৬৩ পরিবার

২০২৩ মার্চ ২২ ১৯:১০:৪৯
সাতক্ষীরায় জমিসহ ঘর পেলেন ৩৬৩ পরিবার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ন-২ প্রকল্পের অধীনে চলমান কর্মসূচির চতুর্থ পর্যায়ে সাতক্ষীরাসহ সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৩৯ হাজার ৩৬৫ টি ভূমিহীন ও গ্রহহীন পরিবারকে জমিসহ গ্রহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে জমির মালিকানাসহ আরও ৩৯ হাজার ৩৬৫টি পরিবারকে ঘর হস্তান্তর করেছেন।
সাতক্ষীরা জেলায় ৩৬৩টি পরিবারকে ২শতাংশ জমিসহ ঘর হস্তান্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধন শেষে সাতক্ষীরা প্রন্তে সদর উপজেলা মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভূমিহীন ও গ্রহহীন পরিবার উপকারভোগীদের হাতে ঘরের চাবি, জমির দলিলসহ অন্যান্য কাগজপত্র তুলে দেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান

মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সদর সহকারি কমিশনার ( ভুমি) সুমনা আইরিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক প্রমুখ।

উল্লেখ্য যে, সাতক্ষীরা সদরের ৪৪ টি ঘরের মধ্যে ৩৯টি সম্পন্ন হওয়া ঘর হস্তান্তর করা হয়েছে এ পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলায় ৫২৯ টি ঘর তৈরির কাজ সম্পন্ন হয়েছে।

(আারকে/এসপি/মার্চ ২২, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test