E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভূমিহীন ও গৃহহীন মুক্ত হল কেন্দুয়া

২০২৩ মার্চ ২২ ১৯:৫৪:৪৪
ভূমিহীন ও গৃহহীন মুক্ত হল কেন্দুয়া

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : বুধবার থেকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হল কেন্দুয়া উপজেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবার দুপুরে এ ঘোষণা দেন। কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ক’ শ্রেণির ভ‚মিহীন ও গৃহহীন ১২০ পরিবারের সদস্যদের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তরের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে কেন্দুয়ার জনপ্রতিনিধি, সাংবাদিক ও সকল শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেত্রকোনা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল প্রধানমন্ত্রীর ঘোষণার আগে ভূমিহীন ও গৃহহীনদের হাতে দলিল ও ঘরে চাবি তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরি জালালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন, নেত্রকোণা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) বিপীন চন্দ্র বিশ্বাস, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা, সহকারি কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন ও থানার ওসি মোঃ আলী হোসেন।

উল্লেখ্য মুজিব বর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ের চতুর্থ ধাপে ১২০টি পরিবারকে জমি ও গৃহ প্রদান সহ কেন্দুয়া উপজেলায় ৩২৩টি পরিবার পেল জমি ও ঘর। এর মধ্য দিয়েই ঘোষিত হলো ভূমিহীন ও গৃহহীন কেন্দুয়া।


(এসবিএস/এএস/মার্চ ২২, ২০২৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test