E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

২০১৪ অক্টোবর ২৩ ১৪:৪৫:০১
লোহাগড়ায় আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় কাশিপুর আশ্রয়ণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে রাখে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় বিশেষ প্রকল্পের আওতায় গত ১৬ সেপ্টেম্বর নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের কাশিপুর মৌজায় ২ একর ৮ শতক খাস জমির ওপর ভূমিহীন ও অসহায় মানুষদের জন্য কাশিপুর আশ্রয়ণ প্রকল্প নির্মাণে অনুমোদন দেয়।

এ প্রকল্পে কাবিখার নীতিমালার আওতায় মাটি ভরাটের কাজে ১৬৯.৩৩৪ মেট্রিকটন গম বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর এ প্রকল্পের কাজ শেষ হবে। প্রকল্পের কাজ শুরু হওয়ার পর থেকেই স্বার্থান্বেষী মহল প্রকল্পের কাজ বন্ধ করার জন্য নানা ষড়যন্ত্র শুরু করে।

এ আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ওই ইউনিয়ন পরিষদের সহস্রাধিক ভূমিহীন, অসহায় ও দরিদ্র মানুষ একটি বিক্ষোভ মিছিল বের করে এড়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। এরপর বিক্ষুব্ধ জনতা চেয়ারম্যানকে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে।

এ সময় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আকমল হোসেন, শেখ ওহেদুজ্জামান, শেখ নাজমুল হাসান, মিরাজ শেখ, পিকুল শেখ প্রমুখ।

অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে এসে কার্যালয়ের সামনে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান বলেন, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে এ প্রকল্পটি অনুমোদন করেছে। প্রকল্পের কাজ শুরু থেকে কেউ বাধা দেয়নি। কিন্তু প্রকল্পের কাজ শুরু হওয়ার প্রায় একমাস পর এলাকার একটি স্বার্থান্বেষী মহল প্রকল্পটি বাতিল করার জন্য বিএনপি ও জামায়াতের লোকজনকে সাথে নিয়ে নানা ষড়যন্ত্র শুরু করেছে। এলাকার দরিদ্র মানুষদের সাথে একাত্মতা ঘোষণা করে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।

(আরএম/এনডি/অক্টোবর ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test