E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোয়ালমারীতে বিলচাপাদহের মৎস্য চাষ প্রকল্পের উদ্বোধন

২০২৩ মার্চ ২৫ ০০:৪০:১৩
বোয়ালমারীতে বিলচাপাদহের মৎস্য চাষ প্রকল্পের উদ্বোধন

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিল চাপাদহের ২০২৩-২৪ অর্থ বছরের মৎস্য চাষ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) সকালে প্রথম ধাপে ৬ মন সিলভারকার্প মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এর উদ্বোধন করেন বিলচাপাদহ মৎস্যজীবী সমবায় সমিতির লিমিটেডের নেতৃবৃন্দ।

সমিতির সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার ঘোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, সাতৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মজিবার রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ শাহিদুর রহমান সজল, ইউ,পি সদস্য আবুল হাসান মোল্লা ও সাংবাদিক জাকির হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমিতির সহ সভাপতি দীপক বিশ্বাস, সাধারণ সম্পাদক লক্ষিকান্ত রায়, সদস্য নিত্যরঞ্জন সরকার, কৃষ্ণ বিশ্বাস, সুজিত সিকদার, অশোক সিকদার, সনত বিশ্বাস, বিল অববাহিকার জমির মালিক মোঃ আকরাম মাতুব্বর, এনামুল মোল্লা,খায়ের মোল্লা, শান্টু মাতুব্বর, মোনায়েম হোসেন, তারিকুল ইসলাম ও আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মৎস্যজীবী সমিতির সভাপতি আশুতোষ বিশ্বাস বলেন, 'বরাবরের ন্যায় এবারও যথাযথভাবে সরকারের নিকট থেকে বিলটি ইজারা নিয়ে আমরা পরিকল্পিত ভাবে মাছের চাষ করছি। মৎস্যজীবী সমিতির নামে বিল ইজারা নেওয়া হলেও বিলপাড়ের তিন গ্রাম বেড়াদী, ঘোষপুর ও বাহিরনগর গ্রামের সাধারণ মানুষ ও বিল অববাহিকার কৃষি জমির মালিকদের সমন্বয়ে মাছ চাষ করা হয়।

এক্ষেত্রে বিলপাড়বাসী কারোরই বঞ্চিত হবার সুযোগ নেই। বিলে পরিকল্পিত মাছের চাষ হওয়ায় সরকার যেমন মোটা অংকের রাজস্ব পাচ্ছে, তেমনি দরিদ্র জেলেরা হচ্ছে স্বাবলম্বী। পূরণ হচ্ছে দেশের মানুষের পুষ্টি চাহিদা।'

(কেএইচএফ/এএস/মার্চ ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test