E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায় রবি মৌসুমের জন্য বিনামূল্যে বীজ ও সার  বিতরন

২০১৪ অক্টোবর ২৩ ১৭:২০:৩৭
বরগুনায় রবি মৌসুমের জন্য বিনামূল্যে বীজ ও সার  বিতরন

বরগুনা প্রতিনিধি : বরগুনা সদর উপজেলা কৃষি বিভাগ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে রবি মৌসুমের জন্য গম, ভুট্টা, বারি, খেসারী ও ফেলন এর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করেন।

এবছর এই উপজেলায় ২,১৫০ জন প্রান্তিক কৃষক এ সুবিধা পাচ্ছেন। উপজেলা নিবার্হী অফিসার গোলাম মোহাম্মাদ ভূঁইয়ার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন মান্টু, বিশেষ অতিথি উপ পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর বরগুনা অশোক কুমার হালদার, উপজেলা কৃষি অফিসার( ভারপ্রাপ্ত ) মো. তৌহিদ প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান, রবি মৌসুমের উন্নত জতের বীজ ও সার সময় মত কৃষকের হাতে তুলে দিতে পারায় সরকার ও কৃষি অধিদপ্তরকে ধন্যবাদ জানান। পাশাপাশি কৃষি কাজে কৃষকদের উন্নত প্রযুক্তি ব্যাবহারের পরামর্শ দেন। এবছর সুবিধাভোগী প্রতি কৃষক ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সারসহ বীজ প্রদান করা হয়।

(এমএইচ/জেএ/অক্টোবর ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test