E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোংলা বন্দরে নতুন রেকর্ড 

প্রথমবার পন্যবোঝাই ৮ মিটার গভীরতার জাহাজের বন্দর ত্যাগ

২০২৩ মার্চ ২৮ ১৮:৩৫:৪৫
প্রথমবার পন্যবোঝাই ৮ মিটার গভীরতার জাহাজের বন্দর ত্যাগ

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : মোংলা বন্দর প্রতিষ্ঠার ৭৩ বছরের মধ্যে এই প্রথম ৮ মিটার গভীরতার একটি বাণিজ্যিক জাহাজ পন্যবোঝাই করে বন্দর জেটি ত্যাগ করেছে। সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি মার্কস শিয়ামেন’ নামের এই জাহাজটি আজ মঙ্গলবার বিকালে পন্যবোঝাই ২২১টি কন্টেইনার নিয়ে মোংলা বন্দরের ৬ নম্বর জেটি ত্যাগ করে। এরআগে সোমবার বিকালে এমভি মার্কস শিয়ামেন জাহাজটি ১১০টি পন্যবোঝাইসহ ১৭৯টি  কন্টেইনার নিয়ে মোংলা বন্দর জেটিকে নোঙর করে। মোংলা বন্দরে এত গভীরতার অন্যকোন জাহাজ জেটিতে নোঙর করেনি। ৮ মিটার গভীরতার বাণিজ্যিক জাহাজ জেটিতে নোঙর ও পন্যবোঝাই করে সিঙ্গাপুরের উদ্যেশে বন্দর জেটি ত্যাগ করার মধ্য দিয়ে মোংলা বন্দরে সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড। মোংলা বন্দর কর্তৃপক্ষ এতথ্য নিশ্চিত করেছে।

এমভি মার্কস শিয়ামেন জাহাজটির শিপিং এজেন্ট ওশান ট্রেড লিমিটেডের ম্যানেজার (শিপিং) এম এন আলম জানান, প্রতিনিয়ত ড্রেজিং করার ফলে পশুর চ্যানেল ইনার বারসহ মোংলা বন্দর জেটি এলাকার গভীরতা অনেক বেড়েছে। এই অবস্থায় ৭৩ বছরের মধ্যে এই প্রথম ৮ মিটার গভীরতার এমভি মার্কস শিয়ামেন জাহাজটি সিঙ্গাপুর থেকে সোমবার বিকালে ১১০টি পন্যবোঝাইসহ ১৭৯টি কন্টেইনার নিয়ে মোংলা বন্দর জেটিকে নোঙর করে। জেটিতে ড্রেজিংয়ের ফলে তারা আট মিটার গভীরতার জাহাজ ভেড়ানো সম্ভব হয়েছে। মঙ্গলবার বিকালে ইপিজেড কার্গো, পাট ও পাটজাত পন্য, হিমায়িত চিংড়িসহ মাছ, ট্রাভেল-লাগেজ ব্যাগ, কটনইয়ার্ণ ও টাইলস ভর্তি ২২১টি কন্টেইনার নিয়ে সিঙ্গাপুরের উদ্যেশে জাহাজটি মোংলা বন্দরের ৬ নম্বর জেটি ত্যাগ করেছে। এরআগে বন্দর চ্যানেরের ইনার বারে গভীরতা না থাকায় ৭ থেকে সাড়ে সাত মিটার গভীরতার জাহাজে করে কন্টেইনার বা অন্যান্য পণ্য আমদানি করা হতো মোংলা বন্দরের মাধ্যমে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী জানান, ‘এমভি মার্কস শিয়ামেন’ নামের ৮ মিটারর গভীরতার কন্টেইনারবাহী জাহাজটি বন্দর জেটিতে নোঙর ও পন্যবোঝাই করে বন্দর ত্যাগের মধ্যদিয়ে মোংলা বন্দরের ৭৩ বছরের নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় মোংলা বন্দর এখন বিশ্বমানের বন্দরে রূপান্তরিত হয়েছে। দেশের আমদানী রপ্তানী বানিজ্যের দ্বিতীয় লাইফ লাইন এই বন্দনটি এখন জাতীয় অর্থনীতিকে গুরুত্বপূর্ন বূমিকা পালন করছে। ড্রেজিংয়ের কারনে মোংলা বন্দর জেটিতে এই প্রথম আট মিটার গভীরতার জাহাজ ভিড়েছে। এখন থেকে আট মিটার গভীরতার জাহাজ আসতে আর কোনও বাধা থাকবে না এবং ভবিষ্যতে ৯ থেকে ১০ মিটার জাহাজ কীভাবে এখানে ভেড়ানো যায় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। বন্দরের অধিকতর সক্ষমতা বৃদ্ধিতে বড় কর্মযজ্ঞ চলছে। এসব কারনে এই বন্দর ব্যবহারে ঢাকার গার্মেন্টসসহ অন্যান্য ব্যবসায়িদের আগ্রহ বেড়েছে।

(এস/এসপি/মার্চ ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test