E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে মেয়র ছানুর কুশপুত্তলিকা দাহ

২০২৩ মার্চ ৩০ ১৭:৩১:২৬
জামালপুরে মেয়র ছানুর কুশপুত্তলিকা দাহ

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু ও তাঁর লোকজনের হাতে মধ্যযুগীয় কায়দায় পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নূর হোসেন আবাহনীকে হাত-পা বেঁধে নির্মমভাবে নির্যাতনের ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি প্রদান করেন। এ সময় মেয়রের  কুশপুত্তলিকাদাহ করেন বিক্ষুব্ধরা।

বৃহস্পতিবার (৩০মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিপুল লোকের সমাগমে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নূর হোসেন আবাহনীর বাবা আব্দুর রশিদ, বোন রিক্তা বেগম এবং এলাকাবাসী মো. সাজু মিয়া ও সুমন মিয়া প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, সাবেক ছাত্রলীগের সভাপতি নূর হোসেন আবাহনীকে মেয়রের বাড়ির পাশে হাত-পা বেঁধে নির্মমভাবে নির্যাতন করেছেন। পরে তাকে পুনরায় ইটের ভাটায় নিয়ে নির্যাতন করে এবং ন্যাড়া করে দেন। এ সময় ওই ছাত্রলীগ নেতার ভ্রু কেটে ফেলে দেন। এ ভূমিদস্যু পৌর মেয়রকে তারা দেখতে চান না। বক্তরা সাবেক ছাত্রনেতা নুর হোসেন আবাহনীর উপর নির্যাতনের প্রতিবাদ জানান এবং মেয়রের বিচার দাবি করেন।

এ মানববন্ধনে উপস্থিত নারী-পুরুষ মেয়রের শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান দেন। পরে সাবেক ছাত্রনেতা আবাহনীর বাবাসহ স্থানীয় কয়েকজন জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মরকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল হক মৃদুল। পরে তাঁরা মেয়রের কুশপুত্তলিকাদাহ করেন এবং বিক্ষুব্ধ মানুষ বিক্ষোভ মিছিল করেন।

উল্লেখ্য, ২ মিনিট ৪১ সেকেন্ডের লাইভে তাঁকে বলতে শোনা যায়, 'প্রিয় জামালপুরবাসী, আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। আপনারা অতীতে দেখেছেন যে কিভাবে পাকিস্তানিরা আমাদের শাসন এবং শোষণ করেছে। এখন আপনারা দেখতে পারবেন পাথালিয়া পশ্চিমপাড়া যে কিভাবে শাসন এবং শোষণ হচ্ছে সেই পাকিস্তানি স্টাইলে, সেই স্টাইলটা আপনারা দেখতে পারবেন। এদিকে যা দেখতেছেন এটা হচ্ছে যে আমাদের মেয়র মহোদয় ছানোয়ার হোসেন ছানু বাড়ি করবে বলে এই জমিগুলা নিয়েছে। প্রথমে সে স্টাইলটা কি করছে, সে স্টাইলটা করেছে তার বাবার একমাত্র একটা মেশিনপাড় ছিল, ওই মেশিনপাড়টা সেখানে সে আগে পানি দেওয়া বন্ধ করেছে। পানি দেওয়া বন্ধ করার ফলে আমাদের কৃষক যারা ছিল তারা সেখানে আবাদ করতে পারে নাই। আবাদ না করার ফলে ওই যে ছোট ছোট খুঁটিগুলা দেখতেছেন এই খুঁটিগুলা লক্ষ্য করে সে একদমই বাছাই করে নিয়েছে যে সে এইভাবেই জমিজমা দখল করে নেবে। মাঝখানে কার জমি পড়েছে, সেখা তার দেখার বিষয় নাই। লোকজন নীরবে নিভৃতে কেঁদে মরছে কিন্তু বিচার করবে কে? বিচারের বাণী আজকে কোথায় আছে? কেউ নাই বিচার করার। সুতরাং আমি জনগণ, জনগণ হিসেবে আপনাদেরকে বললাম যে, এই বিচার জননেত্রী শেখ হাসিনা একমাত্র করতে পারবে। শেখ হাসিনার কাছে আমরা আশা রাখলাম। এরকম ল্যান্ডস্মাগলার ভূমিদস্যু মেয়র আমরা চাইনা। অচিরেই মধ্যবর্তী নির্বাচন দেওয়া হোক। এবংকি আমি একজন জনগণ হিসেবে এইটুকু প্রস্তাব করলাম, এই মেয়রের প্রতি আমরা জনগণ অনাস্থা নিয়ে ফেলেছি। সে যেভাবে ভূমিদস্যুতা শুরু করেছে তার সাথে আমাদের রাজনীতি করা আওয়ামী লীগের সম্পর্ক থাকা কোনোভাবেই সম্ভব না। সুতরাং আপনারা দেখতে পারছেন, এই যে এইদিকটায় দেখুন, পুরোটাই সে দখল করে নিয়ে নিয়েছে। তার বিরুদ্ধে কথা কেউ বলার সাহস পায়না। তার সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে, তার মাদক সিন্ডিকেট তৈরি করেছে। একেক ধরনের একেক সিন্ডিকেট তৈরি করেছে। যদি আপনারা বিশ্বাস না করেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যতটুকু তথ্য আছে আপনারা টান দেন, আপনারা ইনশাআল্লাহ সবই বুঝতে পারবেন। সে কি ধরনের জঘন্যতম কান্ডকারখানা করেছে। আমরা চাইনা এ ধরনের মেয়র আমাদের নেতৃত্বে থাকুক। আমরা অন্তবর্তীকালীন নির্বাচন চাচ্ছি শেখ হাসিনার কাছে। এবং অচিরেই যেন এই নির্বাচন দেওয়া হয় এবং তার মতো মেয়রের প্রতি অনাস্থা আনছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। জামালপুরবাসী সোচ্চার হোন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখেন। দাঁড়িয়ে যান, আপনার একটা চুল তো দূরের কথা, বা**ও ছিঁড়তে পারবেনা! ধন্যবাদ সবাইকে। আসুন সকলে মিলে একাত্মবদ্ধ হয়ে আন্দোলন করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।'

ফেইসবুক লাইভে বক্তব্য দেওয়ায় সাবেক ওই ছাত্রলীগ নেতাকে নির্যাতন করেন মেয়র ও তাঁর লোকজন।

(আরআর/এসপি/মার্চ ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test