E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অর্ধ কোটির টাকার লোকসান

মাছের সাথে এ কেমন শত্রুতা ?

২০২৩ মার্চ ৩০ ১৮:২৫:৩৯
মাছের সাথে এ কেমন শত্রুতা ?

কেন্দুয়া প্রতিনিধি : কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের ফতেপুর গ্রামের মাছ চাষী মুখলেছুর রহমানের পুুকুরের প্রায় অর্ধ কোটি টাকার মূল্যের শিং মাছ মরে ভেসে গেছে। পুকুরের মালিক মুখলেছুর রহমান বলছেন, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের আবু তাহের ও তার লোকজন পুকুরের পানিতে বিষ প্রয়োগ করে প্রায় অর্ধ কোটি টাকার শিং মাছ মেরে ফেলেছেন। এতে কৃষক মুখলেছুর রহমানের মাথায় হাত পড়েছে। 

জানা যায়, মুখলেছুর রহমান তার বাড়ির ফেছনে ১শ বিশ শতাংশ অর্থাৎ ১২ কাটা পুকুরে শিং মাছের চাষ করেন। পোনা ক্রয় থেকে শুরু করে মাছের খাদ্য ও বিভিন্ন খরচসহ ৩৫ লাখ টাকার মত তার খরচ হয়। কিন্তু বুধবার রাতে প্রতিপক্ষের লোকেরা পুকুরের পানিতে বিষ ডেলে দিয়ে মাছগুলো মেরে ফেলেছে।

তিনি জানান, মাছগুলোর বিক্রির জন্য ২/৩দিন আগে মাছের পাইকাররা এসেছিলেন। তারা ৯০০০/- টাকা মন অর্থাৎ ৪০ কেজি দরদাম করে গেছেন। ১২ কাটা পুকুরের সব মাছেই মরে ভেসে গেছে।

তিনি অভিযোগ করে বলেন, একেই গ্রামের আবু তাহের ও তার লোকজন পুকুরের পানিতে বিষ প্রয়োগ করে আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য সবগুলি মাছ মেরে ফেলেছে। এতে আমার অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এর বিচার চাই। তবে প্রতিপক্ষ আবু তাহেরকে বাড়িতে পাওয়া যায়নি। মুঠোফোনে বারবার তার সাথে যোগাযোগের চেষ্টা করলেও অপর প্রান্ত থেকে তিনি ফোন রিসিভ করেননি। যেকারণে তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্মা মোহাম্মদ আজহারুল আলম বলেন, পরীক্ষা করে দেখা গেছে পুকুরের পানিতে অক্সিজেনের মাত্রা কম ছিল। এমোনিয়াম বেশি ও পিএইচ কম ছিল। তবে কি কারণে মাছ মরে ভেসে গেছে তা বলতে পারছি না। কৃষকের অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, মরে যাওয়া মাছগুলো আমাদের মাধ্যমে পরীক্ষা নীরিক্ষা করার কোনে সুযোগ নেই। তবে থানা পুলিশের মাধ্যমে মরা মাছ সংগ্রহ করে তা পরীক্ষা করার সুযোগ আছে। কৃষককে সেই পরামর্শই দেওয়া হয়েছে। তবে কৃষকের বিপুল পরিমাণ মাছ মরে গেয়ে অনেক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

(এসবি/এসপি/মার্চ ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test