E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুই ইলিশ সাড়ে ১৬ হাজার টাকায় বিক্রি 

২০২৩ মার্চ ৩১ ১৮:১২:০৭
দুই ইলিশ সাড়ে ১৬ হাজার টাকায় বিক্রি 

মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পরা ৪ কেজি ১৮০ গ্রাম ওজনের দুটি ইলিশ মাছ ১৬ হাজার ৩৮৪ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া ৫নং ফেরী ঘাট এলাকায় জেলে সদেশ হালদারের জালে ইলিশ দুটি ধরা পরে।

স্থানীয়রা জানান, ভোরে জেলে সদেশ হালদার তার সঙ্গীদের নিয়ে পদ্মায় মাছ ধরতে বের হলে সকাল সাড়ে ৭ টার দিকে জাল তুলতেই দেখেন বড় দুটি ইলিশ জালে আটকা পড়েছে।পরে সকালে মাছ দুটি দৌলতদিয়ার মৎস্য আড়তে নিয়ে আসলে দৌলতদিয়া ফেরী ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ প্রতি কেজি ৩ হাজার ৮০০ টাকা দরে মাছ দুটি মোট ১৫ হাজার ৮৮৪ টাকায় কিনে নেন করেন।

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, শুক্রবার সকালে ইলিশ দুটি ১৫ হাজার ৮৮৪ টাকায় ক্রয় করে বেলা ১১টার দিকে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে রাজধানী ঢাকায় এক ক্রেতার কাছে ৫০০ টাকা লাভে মোট ১৬ হাজার ৩৮৪ টাকায় বিক্রি করেছি।

(এমজি/এসপি/মার্চ ৩১, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test