E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গম কাঁচা সড়কের কারণে বিপন্ন হাজার কৃষকের স্বপ্নের ফসল

২০২৩ এপ্রিল ০৩ ১৩:৫৯:৩১
দুর্গম কাঁচা সড়কের কারণে বিপন্ন হাজার কৃষকের স্বপ্নের ফসল

বিপুল দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈর উপজেলার, কদমবাড়ি ইউনিয়নের ফুলবাড়ীগ্রাম থেকে দীর্ঘ ছয় কিলোমিটার একটি কাঁচা  রাস্তা  গিয়ে সংযুক্ত হয়েছে বামন বাড়ির বিলের সাথে। একটু বৃষ্টি হলেই কাদা এবং পানি জমলেই কৃষকদের ভোগান্তির শেষ নেই। ধান কাটার মৌসুমে কৃষকদের সীমাহীন ভোগান্তি পোহাতে হয়।

বিলটিতে প্রতিবছর প্রায় কয়েক হাজার মেট্রিক টন ধান ,পাট, শাকসবজি সহ বিভিন্ন ফসল উৎপন্ন হয় এবং বাংলাদেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

প্রতিবছর ধানের মৌসুমে কৃষকের মোট উৎপাদিত ফসলের প্রায় ৫০ শতাংশ ঘরে তুলতে পারেনা দুর্গম এই রাস্তাটির জন্য। প্রায় ১০ টি ইউনিয়নের মানুষের চাষাবাদয যোগ্য জমি রয়েছে এই বিলে।

ওখানকার কৃষকরা জানিয়েছেন , স্থানীয় জনদরদি নেতারা তাদের রাস্তা উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এই সরল কৃষকদের কথা কেই বা মনে রাখে।
কৃষকদের একমাত্র দাবি যে রাস্তা তাদের কষ্টের ফসল কে গ্রাস করে নিচ্ছে ,সন্তানদের মুখের ভাত কেড়ে নিচ্ছে সেই রাস্তা অনতিবিলম্বে পাকা সড়ক না হলেও অন্তত ইটের সলিং দিয়ে মেরামত করা হোক।

(বিডি/এএস/এপ্রিল ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test