E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভরাট করছে সরকারি খাল 

শ্রীনগরে ফসলী জমির রকম পরিবর্তনের অভিযোগ

২০২৩ এপ্রিল ০৩ ১৫:৩৩:১৭
শ্রীনগরে ফসলী জমির রকম পরিবর্তনের অভিযোগ

আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেলতলী-তন্তর এলাকার ৯নং রোডের (কেসি রোড) পশ্চিম সিংপাড়ায় ফসলী জমি কেটে ভরাটের অভিযোগ উঠেছে। পশ্চিম সিংপাড়া জামে সমজিদের পাশে সড়ক সংলগ্ন খাল দখল করে বেশ কয়েকটি কৃষি জমি ভরাটের জন্য পকেটিংয়ের কর্মযজ্ঞ চলছে। সিংপাড়া গ্রামের মন্টু শেখ ও সুফিগঞ্জের ড্রেজার ব্যবসায়ী রিপনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক ও জনপথের সড়কটির পশ্চিম সিংপাড়া জামে মসজিদের পাশে সড়ক সংলগ্ন স্ক্যাভেটর মেশিন (ভেক্যু) দিয়ে যত্রতত্রভাবে জমির মাটি কাটা হচ্ছে। ড্রাম ট্রাক দিয়ে দূর থেকে বালু এনে ফেলা হচ্ছে। এতে গুরুত্বপূর্ণ সড়কটি বেহাল হয়ে পড়েছে। অপরদিকে সড়কটির পশ্চিম পাশে মন্টু শেখের ভাগিনা মো. এমদাদ সুফিগঞ্জ খালসহ অন্য একটি ফসলী জমি ভরাট করেছে। এছাড়া ড্রেজার ব্যবসায়ী রিপন একই সড়কের প্রায় ৫শ মিটার দক্ষিণে সড়ক সংলগ্ন খালসহ প্রায় ৩ একর কৃষি জমির মাটি কেটে পকেটিং করছে।

স্থানীয়রা জানায়, সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে মন্টু ও রিপন কৃষি জমির রকম পরিবর্তণ করার পাশাপাশি সরকারি খাল ভরাট করছে। এর আগে মন্টুর ভাগিনা এমদাদ পশ্চিম সিংপাড়া সড়কের পাশে খালসহ জমি ভরাট করে নেয়। উপজেলা ভূমি কর্মকর্তা ঘটনাস্থলে এসে খালের মাটি সরানোর জন্য নির্দেশ দিয়ে গেলেও কোন লাভ হয়নি।

এ ব্যাপারে মন্টু শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিয়ম মেনেই কাজ করা হচ্ছে। এখানে সবাই করছে।
ড্রেজার ব্যবসায়ী মো. রিপনের কাছে জানতে চাইলে তিনি বলেন, জমিটি ভরাট করা হবে। আমিতো অবৈধ ড্রেজার দিয়ে ভরাট করছি না। ড্রাম ট্রাক দিয়ে বালু আনছি। সড়ক বেহাল ও দেবে যাওয়ার বিষয়ে তিনি বলেন, সড়কটি এমনেই ভাঙ্গা ।

স্থানীয় উপ সহকারী ভূমি কর্মকর্তা কৃষ্ণ কুমার পালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আবু বকর সিদ্দিক জানান, আপনাদের মাধ্যমে জানতে পারলাম। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(এএম/এসপি/এপ্রিল ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test