E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পত্নীতলায় জাল দলিল করে কোটি টাকার জমি দখলের চেষ্টা

২০২৩ এপ্রিল ০৪ ১৮:০২:২৪
পত্নীতলায় জাল দলিল করে কোটি টাকার জমি দখলের চেষ্টা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় প্রায় ২০ কোটি টাকা মূল্যের সংখ্যালঘু সম্প্রদায়ের জমি জাল দলিলের মাধ্যমে দখল চেষ্টার অভিযোগ উঠেছে নজিপুরের উত্তরা মটরস এবং হায়দার মেশিনারিজের মালিক মোঃ হায়দার আলীর বিরুদ্ধে। তিনি জমিগুলো দখল করার জন্য একজন ভারতীয় নাগরিককে মালিক সাজিয়ে দলিল করে নিয়েছেন বলে ভুক্তভোগীদের পক্ষ থেকে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পত্নীতলা থানা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় স্থানীয়দের মাঝে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার চাঁদপুর গ্রামের ব্রজ মোহন মহান্তের ছেলে সমীর কুমার মহন্তের এবং বিমল চন্দ্র মহন্তের ছেলে বিকাশ কুমার মহন্ত ১৯৮১ সালের ৯ মে একই গ্রামের আমাদের শরিক ব্রজ মোহন মহন্তের ছেলে শিশির কুমার মহন্ত ওরফে মুকুলের নিকট থেকে ৬৮৮১ নং দলিলে ৫ একর ২৫ শতক জমি কবলা করে নিয়মিত খারিজ খাজনা করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন।

নজিপুর পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন মাতাজি রোডের ওই জমিতে প্রায় ২৫টি দোকান ঘর, একটি মার্কেট, একটি বয়লার এবং কিছু ফসলি জমি রয়েছে। দোকান ঘর গুলো জামানতের বিনিময়ে ভাড়া দেয়া আছে। ওই জমির একাংশ পিডিবি তাদের নিকট থেকে অধিগ্রহণ করেছে এবং একাংশ ব্যাংকে মটগেজ রেখে টাকা লোন নেয়া আছে। সম্প্রতি বাদীর ভোগদখলীয় আবাদী জমিতে অভিযুক্ত হায়দার আলী তার পিক-আপ সহ ট্রাক রেখে অবৈধভাবে জবরদখলের চেষ্টা করছেন এবং বাদীকে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করছেন বলে বাদী বিকাশ চন্দ্র মহন্ত জানান।

তিনি আরো জানান শিশির কুমার মহন্ত ওরফে মুকুল প্রায় ৪৫ বছর আগে জমি বিক্রি করে স্বপরিবারে ভারতে চলে যান এবং কিছুদিন পরে তারা স্বপরিবারে পশ্চিম বঙ্গের মালদহ জেলার বামনগোলা থানার মোহনপুর গ্রামের স্থায়ী নাগরিকত্ব পান। জমি ক্রয়ের পর থেকে আমরা নিয়মিত খারিজ খাজনা দিয়ে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি। শিশির কুমার মহন্তের ৫ ছেলে যথাক্রমে সরজ কুমার মহান্ত, সমর কুমার মহন্ত, সমাপ্ত কুমার মহন্ত, সুব্রত কুমার মহন্ত এবং সুসান্ত কুমার মহন্ত। প্রায় ৪৫ বছর পর প্রয়াত শিশির কুমার মহন্তের ২য় ছেলে ভারতীয় নাগরিক সমর কুমার মহন্ত বাংলাদেশে এসে জালিয়াতির মাধ্যমে নওগাঁ পৌরসভার নাগরিকত্ব দেখিয়ে একমাত্র ওয়ারিশ সেজে জমি কেনা-বেচা সিন্ডিকেটের সহযোগীতায় কতক জাল জালিয়াতি কাগজপত্র তৈরী করে হায়দার আলীর কাছে বিক্রি করলে হায়দার আলী পেশি শক্তিকে ব্যবহার করে ওই জমি অবৈধ দখলের চেষ্টা করছেন। এমতাবস্তায় সমির চন্দ্র মহন্ত ও বিকাশ চন্দ্র মহন্ত নওগাঁ সহকারী জজ আদালতে (পত্নীতলা) ২৯৫/২২ নং মামলা দায়ের করলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করলেও অভিযুক্ত হায়দার আলী জবর দখল করার পায়তারা করছে বলে ভুক্তভুগীরা অভিযোগ করেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব এব্যাপারে জানান, সমির চন্দ্র মহন্ত ও বিকাশ চন্দ্র মহন্তের একটি লিখিত অভিযোগ পেয়েছি। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ আইন শৃংখলার বিষয়টি নিয়ে সর্তক অবস্থানে রয়েছে।

(বিএস/এসপি/এপ্রিল ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test