E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগরে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

২০২৩ এপ্রিল ০৪ ১৮:০৪:৪৯
রাণীনগরে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

নওগাঁ প্রতিনিধি : আধুনিক প্রযুক্তির ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের প্রবেশ করাতে নওগাঁর রাণীনগরের মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ করা হয়েছে। সারাদেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি মাদ্রাসার নবম-দশম শ্রেণীর প্রথম-দ্বিতীয়-তৃতীয় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে যে ২লাখ ট্যাব বিতরন করা হচ্ছে তারই ধারাবাহিকতায় মঙ্গলবার নওগাঁর রাণীনগরে এই ট্যাব বিতরন করা হয়। 

এদিন উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কামরুল হাসানের সঞ্চালনায় বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তুষার আহমেদ প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন, দেশের পুরাতন শিক্ষাখাতকে আধুনিক প্রযুক্তির ডিজিটাল মাধ্যমে রূপান্তর করতে সরকারের এই উদ্যোগ যুগোপযোগি একটি পদক্ষেপ। প্রধানমন্ত্রীর আধুনিক প্রযুক্তির এই উপহারকে বিজ্ঞানের আর্শিবাদ হিসেবে গ্রহণ করে তা ভালো কাজে প্রয়োগের মাধ্যমে বাংলাদেশকে প্রযুক্তি নির্ভর সিঙ্গাপুরসহ ইউরোপ দেশগুলোর কাতারে সামিল হওয়ার অগ্রযাত্রার সারথী হিসেবে কাজ করতে শিক্ষার্থীদের প্রতি তিনি আহবান জানান। পরে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত উপজেলার ১৫জন অসহায়, গরীব ও হত-দরিদ্রদের মাঝে চিকিৎসার সহায়তা হিসেবে ৬লাখ ৭০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন।

(বিএস/এসপি/এপ্রিল ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test