E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে এক হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

২০২৩ এপ্রিল ০৪ ১৮:১৩:০৮
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে এক হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

মো.আল-আমিন, শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা জেলা অডিটোরিয়ামে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে উপজেলার মধ্যবিত্ত, গরিব ও অসহায় ১ হাজার পরিবারের মধ্যে  রামাদ্বান খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও দেলোয়ার মামুনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু ভানুলাল রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।

এছাড়াও উপস্থিত ছিলেন, থানা জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মোঃ আব্দুল কুদ্দুস নিজামী, হৃদয়ে শ্রীমঙ্গলের সভাপতি জহির উদ্দীন চৌধুরী বাবলু, সাধারণ সম্পাদক আবদুর রকিব রাজু। খাদ্য সামগ্রিকের মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, খেজুর, সহ অন্যান্য নৃত্য-প্রয়োজনীয় পণ্য সামগ্রী।

রামাদ্বান খাদ্য বিতরণ কর্মসূচির প্রধান সমন্বয়ক হারুনুর রশিদের পক্ষে লন্ডন থেকে এক ভার্চুয়াল বক্তব্যের মধ্য দিয়ে সংগঠনের বিভিন্ন সমাজকল্যাণ মূলক কর্মকান্ড তুলে ধরে সকলকে কৃতজ্ঞতা জানান সংগঠনের প্রধান নির্বাহী এম.এ.হক. কায়েস।

তিনি বলেন, সবাই কমবেশি অবগত রয়েছেন যে হৃদয়ে শ্রীমঙ্গল বিগত ছয় সাত বছর ধরে উপজেলা ব্যাপি নানাবিধ সমাজকল্যাণ মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে রোগগ্রস্তদের চিকিৎসা খরচ যোগান, বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রিকশা, সেলাই মেশিন ইত্যাদি বিতরণ, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্হাপন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য দুর্ভোগের সময় খাদ্য সামগ্রী উপহার সহ নানাবিধ সহায়তা প্রদান ইত্যাদি।

(এ/এসপি/এপ্রিল ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test