E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বাংলাদেশ-ভারতে ‘টাকা’ ও ‘রুপি’ চালু হলে বাণিজ্যে নতুন দুয়ার খুলবে’

২০২৩ এপ্রিল ০৫ ১৭:৪৫:৫৯
‘বাংলাদেশ-ভারতে ‘টাকা’ ও ‘রুপি’ চালু হলে বাণিজ্যে নতুন দুয়ার খুলবে’

নওগাঁ প্রতিনিধি : রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক প্রতিনিয়তই মজবুদ হচ্ছে। এরই মধ্যে সরকার দু’দেশের মধ্যে টাকা ও রুপি লেনদেনের বিষয়টি বিবেচনা করছেন। তা চালু করা গেলে কেবলমাত্র বানিজ্য নয়, সকল ক্ষেত্রেই অকৃত্রিম বন্ধুত্বের চিহ্ন রাখবে।

আজ বুধবার দুপুরে নওগাঁ শহরের চকদেবপাড়া সরিষা হাটির মোড়ের প্রধান সড়কের পাশে বিশে^র নামকরা ব্র্যান্ড রেমন্ড শপ এর শাখার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মনোজ কুমার বলেন, ভারতের ‘রুপি’ এখন ‘ডলার’ কিংবা ‘কারেন্সির’ সাথে পাল্লা দিয়ে চলছে। গ্রহনযোগ্যতা পাচ্ছে বিশ্ব বাজারেও। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন রায়, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, রিলায়েন্স কোম্পানির পরিচালক আমিনুল ইসলাম, রেমন্ড শপের বাংলাদেশের কান্ট্রি হেড খাইরুল ইসলাম, নওগাঁ রেমন্ড শপের ব্যবস্থাপক উজ্জল হোসেন, ছাদেকুল ইসলাম, সালাউদ্দিনসহ বিশিষ্টজন ও রেমন্ড শপের কর্মকর্তারা।

রেমন্ড শপের কর্মকর্তারা জানান, নওগাঁর মানুষদের ভালো মানের সেবা দেয়ার জন্য দি রেমন্ড শপ যাত্রা শুরু করল। এখন থেকেই বিশ্বের নামকরা ব্র্যান্ড রেমন্ড এর সব ধরনের পণ্য পাওয়া যাবে। উদ্বোধনের পর থেকেই এর বিপণন কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও কাস্টস টেইলারিং এর বিশেষ ব্যবস্থা রয়েছে।

(বিএস/এসপি/এপ্রিল ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test