E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলাশবাড়ী সরকারি কলেজের প্রভাষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ

২০২৩ এপ্রিল ০৭ ১৬:৫৮:২০
পলাশবাড়ী সরকারি কলেজের প্রভাষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী সরকারি কলেজের প্রভাষক (ইংরেজি) অনুরাভ মজুমদারের বিরুদ্ধে কলেজের বিজ্ঞান শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগ উঠায় সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

৬ এপ্রিল অত্র কলেজ চত্বরের বিক্ষুদ্ধ সাধারণ শিক্ষার্থী সূত্রে জানা যায়, বিগত কয়েক দিন পূর্বে উক্ত শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীদের নানাভাবে যৌন হয়রানী করেছেন উক্ত শিক্ষক অনুরাভ মজুমদার। যৌন হয়রানীর শিকার শিক্ষার্থীর সহপাঠিদের মাধ্যমে উক্ত যৌন হয়রানীর বিষয়টি প্রকাশ পাওয়ায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুদ্ধ শিক্ষার্থীগণ উক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান। এ ঘটনায় কলেজে উত্তেজনাকর পরিস্থিতি হলে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম কলেজ চত্বরে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। যৌন হয়রানির শিকার শিক্ষার্থীকে সহপাঠিদের কাছে ও কোন গণমাধ্যমকর্মীর সামনে আসতে দেওয়া হয়নি। অভিযুক্ত শিক্ষক অনুরাভ মজুমদারের ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল দিয়ে তাকে না পাওয়ায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি। এছাড়াও তার হোয়ার্টস অ্যাপে কল দিলে তিনি কল ধরে পরে কথা বলবেন বলে কল কেটে দেন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান জানান, এখনো কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। যে শিক্ষার্থীর বিষয়ে বলা হচ্ছে সে বিজ্ঞান শাখার ২য় বর্ষের শিক্ষার্থী। আমরা শিক্ষার্থী ও পরিবারের সাথে কথা বলেছি। উক্ত ঘটনায় কলেজের পক্ষ হতে একটি তদন্ত টিম গঠন করা হবে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের যৌন হয়রানীর ঘটনাটি ধামাচাপা দিতে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারকে মানসম্মানের দোহাই দিয়ে অভিযুক্ত শিক্ষক-কে রক্ষায় উঠে পড়ে লেগেছে একটি চক্র। উক্ত ঘটনায় তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল। প্রভাষক অনুরাভ মজুমদার ইতিপূর্বেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়।

(আর/এসপি/এপ্রিল ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test