E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ চির স্মরণীয় হয়ে থাকবেন

২০২৩ এপ্রিল ০৯ ১৪:৩৪:১৭
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ চির স্মরণীয় হয়ে থাকবেন

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের সার্বিক ভূমিকায়। জনপ্রিয় এবং দক্ষ অফিসার ইনচার্জের নিরলস প্রচেষ্ঠায় অদম্য সফল কাজ করে যাচ্ছে অধীনস্থ পুলিশ সদস্যরা। তিনি ময়মনসিংহবাসীর নয়নের মনি কারণ তিনি জনসাধারনের জন্য পুলিশি সেবায় বিচক্ষণ, দূরদর্শ এবং বন্ধুসূলভ ব্যবহারে পুলিশ কর্মকর্তা থেকে জনসাধারনের বন্ধুতে পরিণত হয়েছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দের কর্ম তৎপরতায় সাফল্য দেখলে মনে হয় যে বসন্ত এখনও বিদ্যমান।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য এর দিক নির্দেশনায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার দিন-রাতের হিসাব না রেখে কাজ করে যাচ্ছেন অপরাধ নির্মূল এবং সার্বিক আইনশৃঙ্খলা তৎপরতায়। পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা'র নির্দেশকে অক্ষরে-অক্ষরে পালন করে যাচ্ছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার লিজেন্ড অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ একজন কর্মঠ ও আদর্শবান পুলিশ কর্মকর্তার উজ্জ্বল দৃষ্টান্ত ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ।

ময়মনসিংহের স্থানীয় বাসিন্দাদের মতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ ভালোবাসেন এই ময়মনসিংহ জেলার নগরীককে। তারা বলেন, তিনি নিজের পরিবারের মতোই দেখেন এই নগরীর জনগণকে। তার কর্মদক্ষতার কারণে যেভাবে ময়মনসিংহ নগরীর আইনশৃঙ্খলা মুষ্ঠিবদ্ধ করে রেখেছেন তা আমরা নির্দ্বিদায় বলতে পারি। তার দূরদৃষ্টি শক্তি বলে এই নগরীর জনপ্রিয় পুলিশ কর্মকর্তা তিনি। আপামর জনগন চিরদিন মনে রাখবে এই সরকারি কর্মকর্তাকে। রাত বেড়াত নিরাপদে পায়ে হেটে চলাচল করতে পারে এখন সাধারণ মানুষ।

চলমান রমযান ও আসন্ন ঈদ-উল-ফিতর'কে গুরুত্ব দিয়ে তিনি ময়মনসিংহ নগরীর ব্যবসায়ী, মালিক এবং ব্যাংকের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেনএকের পর এক- ময়মনসিংহ নগরীকে অপরাধমুক্ত রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রেখেছে গতিশীলভাবে। কোতোয়ালী মডেল থানার অফিসার ইজনচার্জ শাহ্ কামাল আকন্দ ময়মনসিংহবাসীর হৃদয়ে কর্মগুনে নিজের নামটি অলংকিত করে চলেছেন নিত্য। যার প্রেক্ষিতে ময়মনসিংহের জেলা পুলিশ সুপার মাছুমআহাম্মদ ভঞা'র নির্দেশনায় আসন্ন রমযান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে জনগণের হয়রানি বন্ধ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ এবং যানজট নিরসনের লক্ষ্যে কাজ করছে ময়মনসিংহ জেলা পুলিশ। ময়মনসিংহের সদর উপজেলায় ময়মনসিংহ-ফুলবাড়িয়া রোডের দাপুনিয়া বাজার এলাকায় যানজট নিরসনের মাধ্যমে জনদুর্ভোগ কমিয়ে স্বস্তি আনতে। সরেজমিনে পরিদর্শন করেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ। তিনি গত ২২ই মার্চ বুধবার বিকালে জনদুর্ভোগের অন্যতম স্থান দাপুনিয়া বাজার পরিদর্শন এবং - যানজট নিরসনকল্পে করণীয় নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেন।

বিভিন্ন দৈনিক পত্রিকাগুলোতে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ ৪৪তম বার শ্রেষ্ঠ ওসি' শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। আবারো এই অঞ্চলে ধারাবাহিক সাফল্যে শ্রেষ্ঠ থানা কোতোয়ালী মডেল থানা - এবং এই নিয়ে সর্বমোট ৪৫তম বার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরুস্কৃত হয়েছেন অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ।ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ে গত ২১শে মার্চ মঙ্গলবার সাড়ে দশটার সময় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় অভিন্ন মানদন্ডে ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ থানা হিসেবে “ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা” ও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দের হাতে পুরুস্কার তুলে দেন মাননীয় রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। সম্প্রতি ময়মনসিংহে ঘটে যাওয়া হত্যাকান্ডগুলোর ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে রহস্য সমাধান এবং আসামী আটক করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

নিরালা গেস্ট হাউজে যৌনকর্মী খুন, ভাইয়ের হাতে পুলিশ সদস্য ভাই খুন ও স্বামী কর্তৃক নির্যাতনে স্ত্রী খুনের মামলার রহস্য উদ্ঘাটন ও ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টার পূর্বেই হত্যাকারীকে আইনেরে আওতায় ১৬৪ ধারায় জবানবন্দীতে আদালতে প্রেরণ করায় এই অঞ্চলে ব্যাপক প্রশংসনীয় আলোচনার ঝড় উঠে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, অপরাধ নিয়ন্ত্রণ রাখতে সর্বদা অধীনস্থ পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়াও, অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ প্রতিক্রিয়াশীল চক্রের কার্যকলাপ সম্পর্কে সজাগ থাকা এবং অসাম্প্রদায়িকতার চেতনা ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ময়মনসিংহবাসীর প্রতি আহব্বান জানান। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় ময়মনসিংহ জেলা পুলিশের আওতাধীন কোতোয়ালি মডেল থানা পুলিশকে রেঞ্জের শ্রেষ্ঠ থানা ঘোষণা দেন।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেন, 'আমি এই থানায় আসার পর মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন দমনে কাজ করার চেষ্টা করেছি। থানায় কর্মরত অফিসারগণের পরিশ্রমের ফসল এই পদক। কাজের স্বীকৃতি স্বরুপ আমার থানাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কোতোয়ালি মডেল থানা এলাকার অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করছি।'

তিনি আগামী দিনগুলোতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান বলে উল্লেখ্য করেন। সাধারণ মানুষের জন্য কোতোয়ালি মডেল থানা সবসময় উন্মুক্ত উল্লেখ করে তিনি বলেন, আমি চেষ্টা করে যাচ্ছি সবসময় মানুষকে সেবা দিয়ে যেতে।

এদিকে, ময়মনসিংহ জেলা পুলিশের কঠোর নজরদারিতে পালিত হয় ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের স্নানোৎসব। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ময়মনসিংহে ব্রহ্মপুত্রে নদে গত বুধবার হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান অষ্টমী স্নানোৎসব পালন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা। ময়মনসিংহ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের থানাঘাট, কাচারীঘাট ও কালিবাড়ীঘাট এলাকাসহ ব্রহ্মপুত্র নদের বিভিন্ন ঘাটে বৃহত্তম ময়মনসিংহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা পূর্ণার্থীদের ঢল নামে প্রতি বছরই ন্যায় এই বছরেও এই পুরানো ব্রহ্মপুত্র নদে ময়মনসিংহ জেলা পুলিশের কঠোর নজরদারিতে এই উৎসব পালিত হয়।

উত্তরাধিকার ৭১ নিউজের সাথে আলাপচারিতায় তিনি বলেন, আমি যতদিন ময়মনসিংহ মডেল থানায় আছি, মাদক, ছিনতাই, মিথ্যামামলা, চাঁদাবাজি যে কোন রাষট্রদ্রোহিতা মূলক কাজের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স, থাকবে। পরিশেষে তিনি জানান ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের দিক নির্দ্দেশনায় আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাবো, ইনশাআল্লাহ।

(এনআরকে/এসপি/এপ্রিল ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test