E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে ২৫ গুণীজনকে শিল্পকলার সম্মাননা

২০২৩ এপ্রিল ১০ ১৬:৫৬:২৯
জামালপুরে ২৫ গুণীজনকে শিল্পকলার সম্মাননা

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে একত্রে পাঁচ বছরের গুণীজন সম্মাননা প্রদান করেছে জেলা শিল্পকলা একাডেমি। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ২৫ গুণীকে এ সম্মাননা দেওয়া হয়।

সোমবার (১০ এপ্রিল) সকালে জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়।

জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

জেলা কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ, জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সাবেক মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেন, প্রতিটি আন্দোলন-সংগ্রামে সংস্কৃতিকর্মীদের রয়েছে অনন্য ভূমিকা। সংস্কৃতির প্রথম প্রধান উপকরণ ভাষা। ভাষার মাধ্যমে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সুসংগঠিত করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী সংস্কৃতিবান্ধব। সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে পৃষ্টপোষকতার পাশাপশি বিভিন্ন ক্যাটাগরিতে গুণীজনদেরকেও সম্মাননা জানানোর সংস্কৃতি চালু করেছে সরকার। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিবছর জেলা পর্যায়ে শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা’ প্রদান করছে। এটা সরকারের সেই কার্যক্রমকে তরান্বিত করার ক্ষেত্রে একটি অনন্য উদ্যোগ।

সম্মাননাপ্রাপ্ত গুণীজনদের মধ্যে বক্তব্য রাখেন, ২০১৯ সালের সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক হিসেবে সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, ২০২০ সালে কন্ঠশিল্পী বিভাগে স্বপন রহমান, ২০২১ সালে নাট্যকলা বিভাগে সৈয়দ নূরুল আলম সেলিম, ২০২২ সালে চলচ্চিত্র বিভাগে সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাহাউদ্দীন খান, ২০২৩ সালে কণ্ঠশিল্পী বিভাগে রোজী আক্তার শেফালী প্রমুখ।

সম্মাননাপ্রাপ্ত গুনীজনরা হলেন- ২০১৯ সালে সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন বিভাগে বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, নাট্যকলা বিভাগে এড. মো. শামসুল হক, কণ্ঠশিল্প বিভাগে অমর চন্দ্র পাল, যন্ত্রশিল্প বিভাগে কালিপদ হাওলাদার, চারুকলা বিভাগে এস এম জাহিদ হোসেন। ২০২০ সালে কন্ঠশিল্প বিভাগে মো. হাবিবুর রহমান স্বপন, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন বিভাগে সিদ্ধার্থ শংকর রায়, চারুকলা বিভাগে সাইদুল হক সেলিম, নৃত্যকলা বিভাগে মো. দেলোয়ার হোসেন, আবৃত্তি বিভাগে এড. দেবজ্যোতি সেন শর্মা। ২০২১ সালে কণ্ঠশিল্প বিভাগে মো. আমজাদ হোসেন বাবু, নাট্যকলা বিভাগে সৈয়দ নূরুল আলম সেলিম, নৃত্যকলা বিভাগে খন্দকার হাফিজুর রহমান, যাত্রাশিল্প বিভাগে মো. মানিক মণ্ডল, যন্ত্রশিল্প বিভাগে দেবাশীষ সেন সঞ্জীব। ২০২২ সালে কণ্ঠশিল্প বিভাগে শিউলী চৌধুরী, চলচ্চিত্র বিভাগে মো. বাহা উদ্দিন খান, লোকসংগীত বিভাগে মো. মতিউর রহমান খান, যাত্রাশিল্প বিভাগে মো. সিরাজ চৌধুরী, নাট্যকলা বিভাগে মো. কামরুল আহসান সুজন। ২০২৩ সালে কণ্ঠশিল্প বিভাগে রোজী আক্তার শেফালী, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন বিভাগে মো. লিটন তরফদার, নাট্যকলা বিভাগে মো. ফজলুল আলম সিদ্দিকী, নৃত্যকলা বিভাগে মো. রঞ্জু হোসেন আদিল খান ও চলচ্চিত্র বিভাগে মো. সাব্বির এহসান মঞ্জু।

বিভিন্ন ক্যাটাগরিতে ২৫ জন গুণীজনকে সম্মাননা হিসেবে প্রত্যেককে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক সনদ, নগদ ১০ হাজার টাকার চেক, উত্তরীয় ও সম্মাননা পদক প্রদান করা হয়।

(আরআর/এসপি/এপ্রিল ১০, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test