E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হবিগঞ্জে নারী নির্যাতনের প্রতিবাদে যশোরে মানববন্ধন

২০২৩ এপ্রিল ১১ ১৯:০৭:০৯
হবিগঞ্জে নারী নির্যাতনের প্রতিবাদে যশোরে মানববন্ধন

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, কেশবপুর : আজ মঙ্গলবার সকালে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখা। হবিগঞ্জের চুনারুঘাট থানার গাজীপুর ইউনিয়নের বড়ঝুম গ্রামে বেআইনী সালিশে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনার প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার সহ-সভাপতি এ্যাড: আফরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফারদীনা রহমান এ্যানি।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন-অর-রশিদ, উদীচী যশোরের সহ-সভাপতি এ্যাড: আমিনুর রহমান হিরু, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, রবীন্দ্রসঙ্গীত পরিষদের সভাপতি শ্রাবণী সুর, এ্যাড: আয়নাল হোসেন, হ্যাচারী মালিক সমিতির সাধারন সম্পাদক জাহিদ গোলদার, আইইডির উন্নয়ন কর্মকর্তা কিশোর কুমার কাজল প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন জেলা মহিলা পরিষদের লিগ্যালএইড সম্পাদক এ্যাড: কামরুন নাহার কনা। মহিলা পরিষদ যশোর জেলা শাখার সহ-সভাপতি এ্যাড: আফরোজা বেগম অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং মানববন্ধনে অংশগ্রহনকারী সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।

ঘন্টাব্যাপি অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা সমাজের নারীদের প্রতি যুগ যুগ ধরে চলে আসা অমানবিক, বর্বর, নির্যাতনের কথা তুলে ধরেন। তারা নারীদের প্রতি সহযোগিতা, সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ করেন। বক্তারা মানববন্ধনে দাঁড়িয়ে হবিগঞ্জে ঘটে যাওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে হবিগঞ্জের চুনারুঘাট থানার গাজীপুর ইউনিয়নের বড়ঝুম গ্রামে স্থানীয় বাসিন্দা বায়েজিদ হোসেনের সভাপতিত্বে সালিশে নুরুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিরা পরকীয়ায় জড়িয়ে অপরাধ করেছেন মর্মে শাস্তি হিসেবে এক নারীকে ৮২টি বেত্রাঘাট ও ৮টি পাথর নিক্ষেপের সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী স্থানীয় আকবর আলী (৬৮) ওই নারীকে একে একে ৮২টি বেত্রাঘাট করেন।

একই সময় উপস্থিত সবাই পাথর নিক্ষেপ করেন। এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে ওই নারী মাটিতে লুটিয়ে পড়েন। সালিশ থেকে ওই নারীকে এক মাস ঘর থেকে বেব হতে নিষেধ করে এবং ঘর থেকে বের হলে শাস্তি আরও ভয়াবহ হবে বলে জানায়। ভুক্তভোগী নারী ভয়ে ঘরে আবদ্ধ থেকে চিকিৎসা নেয়। এ ন্যাক্কার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানববন্ধনে বক্তারা মধ্যযুগীয় কায়দায় নারীকে নির্যাতনের ঘটনায় উপস্থিত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ।

(এসএ/এসপি/এপ্রিল ১১, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test