E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নীলফামারীতে মঙ্গল শোভাযাত্রার উপকরণ তৈরিতে ব্যস্ত একদল শিক্ষার্থী 

২০২৩ এপ্রিল ১২ ১৬:১৭:১৬
নীলফামারীতে মঙ্গল শোভাযাত্রার উপকরণ তৈরিতে ব্যস্ত একদল শিক্ষার্থী 

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারীতে বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উৎসব সফল করতে জেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রস্তুতি গ্রহণ করেছে। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পহেলা বৈশাখ সকাল ১০টায় মঙ্গল শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের পৌর মার্কেটের বাটার মোড় পর্যন্ত প্রদক্ষিণ শেষে ডিসি গার্ডেনে গিয়ে শেষ হবে। সকাল সাড়ে দশটায় রমজানের পবিত্রতা ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ডিসি গার্ডেনে লোকজ মেলা, জাতীয় সংগীত ও বৈশাখ আহবান সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। সুবিধাজনক সময়ে জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে শিশুদের কুইজ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইফতার ও সেহরীতে কারাগার, হাসপাতাল ও সরকারী শিশু পরিবারে শিশুদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী বাঙ্গালী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নাটক প্রদর্শণ এবং কয়েদীদের তৈরি বিভিন্ন দ্রব্যাদির প্রদর্শণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসন জাদুঘর, ডিসি গার্ডেন, নীলসাগরসহ অন্যান্য বিনোদন কেন্দ্রে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। শিশু-কিশোর, ছাত্র-ছাত্রী, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিনা টিকেটে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত নীলফামারী সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

নীলফামারী জেলা পুলিশ সুপার মোহম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম গতকাল মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, পহেলা বৈশাখ ১৪৩০ উপলক্ষে নীলফামারী শহরসহ অন্যান্য উপজেলায় ২২৮ জন অফিসার ফোর্স আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জেলায় ১১টি চেকপোস্ট স্থাপন করা হচ্ছে। বৈশাখী উৎসবস্থলে অফিসার ও ফোর্স মোতায়েন থাকবে। হ্যান্ড মেটাল ডিক্টেটরের মাধ্যমে অনুষ্ঠানস্থলসহ আশপাশের এলাকা পর্যবেক্ষণ করা হবে। জেলা শহরসহ সকল উপজেলায় ৮টি মোবাইল টিম মোতায়েন করে সার্বক্ষণিক টহলের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বিক পরিস্থিতি মনিটরিং করারও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নীলফামারী কালেক্টরেট স্কুল এন্ড কলেজে একদল শিক্ষার্থী মঙ্গল শোভাযাত্রার জন্য উপকরণ তৈরিতে ব্যস্ত সময় পার করছে।

(ওকে/এসপি/এপ্রিল ১২, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test