E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোর জেনারেল হাসপাতালে মোবাইল চুরির সময় হাতেনাতে আটক দুই মহিলা

২০২৩ এপ্রিল ১২ ১৯:৩৫:০৯
যশোর জেনারেল হাসপাতালে মোবাইল চুরির সময় হাতেনাতে আটক দুই মহিলা

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর ছদ্মবেশে চোরের আনাগোনা বেড়েই চলেছে। চোর চক্রের সদস্যরা অভিনব কৌশল অবলম্বন করে মোবাইল, টাকা, মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিস চুরি করে চলেছে। বুধবার সকালে হাসপাতালের বর্হিবিভাগের গাইনী চিকিৎসকের চেম্বারের সামনে থেকে মোবাইল চুরি করার সময় আখলিমা (৪০) ও শিল্পি (৩০) নামে দুইজন নারী চোরকে আটক করেছে পুলিশ। তারা মণিহার এলাকার আনিস মোল্যার বাড়িতে ভাড়া থাকেন বলে জানা গেছে। তারা হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীদের ব্যাগ থেকে মোবাইল চুরির সময় ধরা পড়েন। এসময় তাদের ব্যাগ তল্লাশি করে দুইজনেরি ব্যাগে ১টি করে বাড়তি মুখোস ও ওড়না পাওয়া যায়।

কোতোয়ালী মডেল থানার এএসআই লাভলু জানান, বুধবার দুপুর ১২ টার দিকে আটক দুইজন মহিলা রোগী সেজে বহির্বিভাগের গাইনী চিকিৎসকের চেম্বারের সামনে থেকে অন্য নারীদের ব্যাগ থেকে মোবাইল ও টাকা চুরি করছিলেন। এ সময় তারা জালিয়া খাতুন নামে এক নারীর ব্যাগ থেকে মোবাইল চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েন। পরে স্থানীয়রা তাদেরকে পুলিশে সোপর্দ করেন।

(এসএমএ/এএস/এপ্রিল ১২, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test