E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

স্বেচ্ছাসেবী সংগঠন আহবান'র সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ

২০২৩ এপ্রিল ১৪ ১৫:৫৫:৫৬
স্বেচ্ছাসেবী সংগঠন আহবান'র সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : সুবিধাবঞ্চিত, এতিম ও প্রতিবন্ধী শিশুদের সাথে ইফতার মাহফিল ও ঈদ বস্ত্র বিতরণ করেছে ভালো কাজের প্রত্যয়ে একটি স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন আহবান। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে জয়তী সোসাইটির হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে আহবান যশোর। উল্লেখ্য কিছু স্বপ্নবাজ শিক্ষার্থীর হাত ধরে ২০১৪ সালে সরকারি মাইকেল মধুসূদন কলেজের সবুজ চত্বর থেকে প্রতিষ্ঠিত হয় জনপ্রিয় স্বেচ্ছাসেবী অরাজনৈতিক ছাত্র সংগঠন আহবান,যশোর। দীর্ঘ ৯ বছরের পথচলায় আহবান অর্জন করেছে সর্বস্তরের মানুষের ভালোবাসা ও বিশ্বাস। শুরুতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করলেও ধীরে ধীরে তার কর্মপরিধি বিস্তার লাভ করেছে। সকল ধরণের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে আহবান। সুবিধাবঞ্চিত শিশু, অসহায় ও গরীব শিক্ষার্থী, রোগগ্রস্থ ব্যক্তি, রিকশাচালক ও সকল ধরণের মানুষের পাশে দাঁড়িয়েছে আহবান।

দোয়া মাহফিল ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াতের করেন খালিদ সাইফুল্লাহ। এরপর আহবানের উপদেষ্টা মন্ডলির নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজ যশোরের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সেলিনা খাতুন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক শাহজাহান কবীর, বাংলা প্রভাষক মেহেদি হাসান, জেলা সহকারি তথ্য কর্মকর্তা এলিন সাঈদ, প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক এ্যাডঃ তাহমিদ আকাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোয়াজ্জেম হোসেন মঞ্জু, বাচিক শিল্পী সংঘের অর্থ সম্পাদক মাহমুুদা রিনি, নাট্যকার ও নাট্যাভিনেতা মাসউদ জামান।

অনুষ্ঠানে শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করাসহ আহবানের ৪ টি শাখার কমিটি ঘোষণা করা হয়। আহবান সংগঠনের সরকারি মাইকেল মধুসূদন কলেজ শাখার সদ্য বিগত কমিটির সভাপতি জাহিদ হাসানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রফেসর সেলিনা খাতুন আহবানের কার্যক্রমের প্রশাংসা করে বক্তব্য রাখেন এবং মানুষের কল্যাণে মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান তৌহিদ। সমগ্র অনুষ্ঠান বাবু ইব্রাহিমের সভাপতিত্বে শাহিন আহমেদ সঞ্চালনা করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন সাইফুর রহমান।

(এসএ/এসপি/এপ্রিল ১৪, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test