E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ

২০২৩ এপ্রিল ১৪ ২১:৩৭:৫৫
সুবর্ণচরে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে অসহায়, সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার এবং ঈদ উপহার বিতরণ মানব সেবা সামাজিক সংগঠনের অফিস উদ্বোধন করা হয়েছে।

পহেলা বৈশাখ শুক্রবার বেলা ১১ টায় চরক্লার্ক ইউনিয়নের ভান্ডারী মার্কেট অবস্থিত মানব সেবা সামাজিক সংগঠন কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মানব সেবা সামাজিক সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন শরীফের সার্বিক তত্বাবধানে তরুণ সমাজ সেবক তারেক আজিজের সঞ্চালনায় এবং চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক নুরনবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মানব সেবা সামাজিক সংগঠনের উপদেষ্টা মিজান বিন মজিদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৩নং চরক্লার্ক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হানিফ ক্যাশিয়ার, এছাক মুন্সির হাট বিশিষ্ঠ ব্যবসায়ী ডাক্তার হেলাল, প্রবাসী ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, চরবাটা হাজিবাড়ি সরকারি প্রা:বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রহমান সোহাগ, মধ্যে কেরামতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাকার আহমেদ, ডেসটিনি কলেজের প্রভাষক আলা উদ্দিন, জনতা বাজার ফখরুল ইসলাম দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাস্টার সাহাব উদ্দিন, আল্লাহরদান ফি সাবিলিল্লাহ ফান্ডের প্রতিষ্ঠাতা আব্দুল আলিম সবুজ, মানব সেবা সামাজিক সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক নুরের রহমান, ৩ নং চরক্লার্ক ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার বেলাল উদ্দীন, কেরামতপুর বাজার হাই স্কুলের শিক্ষক সামছুদ্দিন হাসান, মাওলানা আব্দুল জব্বার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মানব সেবা সামাজিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক সামছুল আলম, সদস্য মোঃওমর ফারুক, মোহাম্মদ হাসান, প্রচার সম্পাদক মেহদী হাসান জোবায়েদ প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করেন হাফেজ ইব্রাহিম খলিল রাজিব এবং ইসলামি সংগীত পরিবেশন করেন আব্দুর রহমান।
পরে অতিথিরা সুবিধাবঞ্চিত প্রায় শতাধিক ব্যক্তিকে ঈদ উপহার তুলে দেন।

অনুষ্ঠান শেষে সার্বিক সহযোগিতা করার জন্য সংগঠনের সাথে যুক্ত প্রবাসী ভাই, বোনসহ সকলের জন্য দোয়া মোনাজাত করা হয়।

এর আগে সকাল ১০ টায় অফিসিয়াল কার্যক্রম চালিয়ে নিতে মানব সেবা সাসাজিক সংগঠনের প্রধান উপদেষ্ঠা মিজান বিন মজিদ মানব সেবা সামাজিক সংগঠনের জন্য
অফিস উদ্বোধন করেন।

বক্তারা বলেন, প্রবাসীরা তাদের শরীরের তাজা রক্ত,ঘাম ঝরা অর্থ দিয়ে মানুষের কল্যাণে কাজ, তরুণরা এবং যুবকরা এগিয়ে আসলে সমাজ, দেশ এবং বিশ্ব পরিবর্তন হবেই। ভালো কাজে সবাইকে এগিয়ে আসতে হবে, সামাজিক সংগঠনের সকল ভালো কাজকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা করা উচিত তাহলে এসব সংগঠনের মাধ্যমে অসহায়, গরিব, সুবিধাবঞ্চিতরা কিছুটা হলেও উপকার হবে, তাদের কস্ট লাগব হবে। বক্তারা মানব সেবা সামাজিক সংগঠনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রবাসীসহ স্থানীয় ব্যক্তিবর্গকে আহবান জানান।

(আইইউএস/এএস/এপ্রিল ১৪, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test