E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কুষ্টিয়ায় চেয়ারম্যান মেম্বার দ্বন্দ্বে টিসিবি পণ্য পায়নি কার্ডধারীরা

২০২৩ এপ্রিল ১৬ ১৭:২৬:৫২
কুষ্টিয়ায় চেয়ারম্যান মেম্বার দ্বন্দ্বে টিসিবি পণ্য পায়নি কার্ডধারীরা

মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে টিসিবি কার্ডধারী ব্যক্তিরা পায়নি তাদের বরাদ্দকৃত পণ্য। অনুসন্ধানে কারণ হিসেবে বেরিয়ে এসেছে চেয়ারম্যান-মেম্বারদের মধ্যে দ্বন্দ্ব। 

খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের মার্চ মাস থেকে ছবিসহ কার্ড তৈরি করে টিসিবি পণ্য বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের ৩টি স্থানে যথাক্রমে- হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, হাটশ হরিপুর বাজার ও বোয়ালদাহ চিরকুমার মোড়ে কয়েক দফায় টিসিবি পণ্য বিক্রি হয়ে আসছে। কিন্তু আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ও শুক্রবার (১৪ এপ্রিল) দুইদিন ধরে সমগ্র ইউনিয়নের কার্ডধারীদের মাঝে শুধুমাত্র হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হয়। এদিকে ইউনিয়নের একাধিক ওয়ার্ডের সর্বমোট ২৪০ জন কার্ডধারী ব্যক্তি তাদের বরাদ্দকৃত পণ্য পায়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৫ এপ্রিল) বোয়ালদাহ চিরকুমার মোড়ে টিসিবি পণ্য দেওয়া হবে মর্মে মসজিদের মাইকে ঘোষণা দেয় ৪নং ওয়ার্ডের মেম্বার আব্দুল খালেক। মাইকে ঘোষণা শুনে কার্ডধারীরা পণ্য ক্রয়ের উদ্দেশ্যে তীব্র রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকলেও টিসিবি পণ্য বহনকৃত গাড়ি আসেনি। এ নিয়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে কার্ডধারীদের মাঝে।

এ বিষয়ে ৪নং ওয়ার্ডের মেম্বার আব্দুল খালেক এর সাথে কথা হলে তিনি বলেন, আমি ডিলারকে বলেছিলাম আমার ওয়ার্ডের জন্য বরাদ্দকৃত পণ্য আলাদা করে রাখতে। এ কারণে আমি মসজিদের মাইকে ঘোষণা দেয়। কিন্তু সকালে শুনি মাল নেই।

৫নং ওয়ার্ডের মেম্বার রাজা মল্লিক বলেন, এ যাবৎকালে চিরকুমার মোড়ে টিসিবি পণ্য দেওয়া হয়ে থাকে। কিন্তু এবার দেওয়া হয়নি। আমাদের ওয়ার্ডের পণ্য ইউনিয়ন পরিষদে দেওয়া হবে এ ব্যাপারে চেয়ারম্যান আমাদের কিছু জানাইনি।

এ প্রসঙ্গে হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুস্তাক হোসেন মাসুদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একাধিক জায়গায় দেওয়ার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যার কারণে জেলা প্রশাসক স্যারের নির্দেশে হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য বিক্রি করা হয়েছে। যা মিটিং এর মাধ্যমে ইউনিয়ন পরিষদ এর সচিব ও সদস্যদেরকে জানানো হয়।

এ প্রসঙ্গে কুষ্টিয়া সদর উপজেলা অফিসার সাধন কুমার বিশ্বাস বলেন, একাধিক জায়গায় টিসিবি পণ্য বিতরণ করার কারণে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। যার কারণে চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে একটি স্থান থেকে বিতরণ করার জন্য। আমি জানি চেয়ারম্যান সকলকে এ প্রসঙ্গে অবগত করেছে। যদি না করে থাকে আমি বিষয়টি খতিয়ে দেখবো।
তিনি আরো বলেন, টিসিবি পণ্য কার্ডধারীদের মাঝে বিক্রি করার নিয়ম। যদি কোন কার্ডধারী ব্যক্তি না নিয়ে থাকে তাহলে অত্র এলাকার দরিদ্র মানুষ জাতীয় পরিচয়পত্র নিয়ে আসলে তার কাছে বিক্রি করার নিয়ম আছে।

এদিকে এই প্রতিবেদকের অনুসন্ধানে জানা যায়, হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কয়েকটি মেম্বারদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। তাদের মধ্যকার প্রতিহিংসার কারণে সাধারণ মানুষকে তীব্র রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

(এমজে/এসপি/এপ্রিল ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test