E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় হুমকির অভিযোগ

২০২৩ এপ্রিল ১৬ ১৯:০৫:৩৭
বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় হুমকির অভিযোগ

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করাতে লুৎফর রহমান ও তার পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। আজ রবিবার দুপুরে প্রেসক্লাব যশোরের হল রুমে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন লুৎফর রহমান ও তার পরিবার। 

লিখিত সংবাদ সম্মেলনে বাঘারপাড়া উপজেলার আগড়া গ্রামের মৃত গোলাম নবি তালুকদারের ছেলে লুৎফর রহমান এমনটি দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, তার বাড়ির পূর্ব পাশে নুরজামান নামে এক ব্যক্তির চায়ের দোকান আছে। সেখানে চা খাওয়ার সময় লক্ষ্য করেন আগড়া গ্রামের শওকত মোল্লার ছেলে মিল্টন হোসেন (৪০) ও আরও কিছু লোক চা খেতে বসার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটুক্তি করে এবং গালি দেয়। তখন লুৎফর রহমান মিল্টনকে বঙ্গবন্ধু সম্পর্কে গালি দিতে নিষেধ করে। এক পর্যায়ে মিল্টন ও লুৎফর রহমানের সাথে হাতাহাতি ঘটে। এর পর মিল্টন ও তার দলবল রামদা, লোহার রড, সাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে লুৎফর রহমানের বাড়িতে হামলা করে তার বাড়ি ঘর ভাংচুর করে। এসময় জাহাঙ্গীর নামে এক ব্যক্তির হুকুমে এ সন্ত্রাসী কর্মকান্ড চালানো হয় এবং তাদের বাড়িতে থাকা একটি মটরসাইকেল ভাংচুর করা হয়। গত ৭ ই এপ্রিল থেকে ১৪ ই এপ্রিল প্রতিদিন রাত ১২ টার পর মিল্টন বাহিনি তাদের বাড়িতে এসে মহিলাদের হুমকি ধামকি দিয়ে বলে যায় যেন তাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকে। এই ঘটনায় লুৎফর রহমানের পরিবার প্রাণের ভয়ে বাড়িতে থাকতে পারছে না। সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, মিল্টন এর পিতা শওকত মোল্যা একজন রাজাকার। তার বাবা শফিউদ্দীন মোল্যা পিস কমিটির সদস্য ছিলো।

এ বিষয়ে প্রশাসনের সঠিক তদন্তের মাধ্যমে এসব সন্ত্রাসী বাহিনির হাত থেকে নিজেদের জানমালের হেফাজত ও রক্ষা করতে সহায়তা চেয়েছেন লুৎফর রহমান ও তার পরিবার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাবর আলী, কাছের তালুকদার, মিরাজ তালুকদার, ইকতার, রহিস সহ আরও অনেকে।

(এসএ/এসপি/এপ্রিল ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test